সমগ্র দেশের মানুষকে কলংকিত করেছে সরকার-জয়নুল আবদীন ফারুক

0
186
Print Friendly, PDF & Email

ডেস্ক রিপোর্ট:আবুলহোসেনকে দুর্নীতির হাত থেকে বাচাতে আওয়ামী সরকার আজ সমগ্র দেশের মানুষকেকলংকিত করেছে বলে মন্তব্য করেন বিএনপি কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সংসদেবিরোধীদলের চিফ হুইফ জয়নুল আবদীন ফারুক মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট আয়োজিত বিএনপি সাবেক এমপি দেওয়ানসালাউদ্দিনের বিরুদ্ধে  মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে একঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেনফারুকবলেন, যারা ধর্মের উপর রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে আঘাত হানে তাদেরকেআইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করতে হবেদেশের এমন কোনো ক্ষেত্র নেইযেখানে সরকারের দুর্নীতির ছোয়া লাগেনি
সরকারকে উদ্দেশ্য করে চিফহুইফ বলেন, যদি দেশের গণতন্ত্রকে ভালোবাসেন এবং সত্যিকার অর্থে যদিমুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দাবী করেন তবে দেশের স্বাধীনতাকে অক্ষুন্নরাখতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুন:বহাল করে নির্বাচন দিয়েনিজেদের জনপ্রিয়তা যাচাই করেনসংগঠনের মহাসচিব আহসানউদ্দিনসরকারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির ইসমাঈল হোসেন বেঙ্গল, হুমায়ূন বেপারী, মুখলেছুর রহমান প্রমুখ

 

ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন