বিএনপি ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী দল-গয়েশ্বর চন্দ্র

0
114
Print Friendly, PDF & Email

ডেস্ক রিপোর্ট:বিএনপিরস্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আগামী ১৯ মার্চ বিএনপিরজাতীয় কাউন্সিলের পর দেখা যাবে আন্দোলন কত প্রকার ও কি কিতিনিবলেন হলমার্ক, কুইক রেন্টাল, পদ্মাসেতু হতে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেদূর্নীতির মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে পিছিয়ে ফেলা হয়েছেবিএনপি হচ্ছেধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী দলযে কোন ধর্ম নিয়ে কটুক্তির প্রতিবাদে হরতালহলে এতে আমাদের সমর্থন থাকবে এবং আছেওতিনি আরো বলেন, আজকে দেশেমসজিদ, মাদ্রাসা, আলেম ওলামাদের উপর সরকার উপর্যূপুরি হামলা করছে অথচআল্লাহ, নবী ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তিকারীদের কোন বিচার ও আইনের আওতায়আনছে না
তিনি বলেন, গত চার বছর ধরে জামায়াতে ইসলামীর উপর অমানসিকনির্যাতন চালিয়ে আসছে সরকারযেখানে তাদেরকে কোন মিটিং সমাবেশ করতে দেয়নিসেখানে কাদের মোল্লার রায়ের পূর্বে দেখা যায় তাদের সমাবেশ করার অনুমতি দেয়াহয়জামায়াত শিবিরের নেতাকর্মীরা পুলিশকে রজনী গন্ধা প্রদান করেসম্প্রীতির প্রমাণ দিয়েছেসোমবার কক্সবাজার বিএনপি কার্যালয়ে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেনপৌরবিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদকএ্যাডঃ আব্দুল কাইয়ুম এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথিহিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ্ ফরিদ এমপি, সদর উপজেলা বিএনপির সভাপতি নুরুল আজিম খান, রামু উপজেলাবিএনপির সভাপতি আহমেদুল হক চৌধুরী এম.এ

 

ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন