সরকার ব্যর্থতা ঢাকতে পানি ঘোলার চেষ্টা করছে- ফখরুল

0
138
Print Friendly, PDF & Email

ডেস্ক রিপোর্ট:ক্ষমতাসীনদলকেদায়িত্ব জ্ঞানহীন সরকার উল্লেখ্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জাফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণদের মধ্যে সৃষ্ট উত্তেজনা সরকার সমাধান নাকরে বরং তা উস্কে দিচ্ছেমঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ইসলামী ঐক্যজোট আয়োজিত মুফতি ফজলুল হক আমিনীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেনমির্জাফখরুল তরুন সমাজের উদ্দেশ্যে বলেন, হিংসা-বিদ্বেষের গান গেয়ে নয়, ভালোবাসার গান গেয়ে অন্যায়-নির্যাতনের বিরুদ্ধে জাতিকে জাগিয়ে তুলতে হবেফাঁসি চাই, জবাই করো এসব বলে জনগণকে জাগিয়ে তোলা যাবে না
তিনিবলেন, ‘আমরা ধিক্কার জানাই তাদের যারা ইসলাম বিষেদাগারদের শাস্তি না দিয়েবরং উস্কানি  দিচ্ছেঅথচ এর জন্য দেশে কোন অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হলে, তার দায়ভার সরকারকে বহন করতে হবে ফখরুল বলেন, সরকার তার বিগত চারবছরের ব্যর্থতা ঢাকতে পানি ঘোলার চেষ্টা করছেতাদের  মুখে গণতন্ত্রেরফুলঝুড়ি থাকলেও তারা তা গলাটিপে হত্যা করছেমাহমুদুর রহমান অস কথা বলায়এবং লেখায় তার ওপরে নির্যাতন নেমে এসেছে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিববলেন, সরকার একদিকে বলে তারা মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে   অন্যদিকে আমারদেশ বন্ধ করার ষড়যন্ত্র করে সংবাদ পত্রের স্বাধীনতা খর্ব করছেসরকারজেনে শুনে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘ তারারাষ্ট্রকে অনিশ্চিয়তার সাগরে ভাঁসিয়ে দিচ্ছে এর এক মাত্র কারণ চার বছরেরলুটপাট থেকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করা
ইসলামীঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্যরাখেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামিক পার্টির সভাপতি আবদুলমুবিন, এনডিপির সভাপতি গোলাম মোর্তুজা, বাংলাদেশ ন্যাপের সভাপতি জেবেল আরগানি, আমিনীর জেষ্ঠ্য সন্তান ও ইসলামী ঐক্যজোটের সহ-সভাপতি মুফতি আবুলহাসানাত আমিনী, মহাসচিব মাওলানা ফয়জুল্লাহ প্রমুখ

 

২৬ ফেব্রুয়ারী, ২০১৩.

 

শেয়ার করুন