ডেস্ক রিপোর্ট:তৃণমূলপর্যায়ের সুবিধাবঞ্চিত মানুষদের উন্নত চিকিৎসা সেবার জন্য সপ্তাহে অন্ততএকদিন গ্রামে যেতে চিকিৎসকদের জোরাল তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখহাসিনা।মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রেচক্ষু চিকিৎসক সমিতির বার্ষিক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এতাগিদ জানান।তিনি বলেন,আপনাদের প্রায় সবারই গ্রামে কেউ না কেউআছে। আপনারা যদি প্রত্যেকে সপ্তাহের একটি দিন গ্রামে চিকিৎসার জন্য ব্যয়করেন, তাহলে সবাই চিকিৎসা সেবা পায়।এ সময় প্রধানমন্ত্রী বলেন, চোখের আধুনিক চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের যন্ত্রপাতির ওপর থেকে শুল্ক প্রত্যাহার করা হবে।
বর্তমানসরকারের বিভিন্ন উন্নয়ন কর্ম কান্ড তুলে ধরে প্রধান মন্ত্রী শেখ হাসিনাবলেন, বাংলাদেশে অন্ধত্বের সংখ্যা প্রায় সাড়ে ৭ লাখ। আর একে স্বাস্থ্যখাতের গুরুতর সমস্যা হিসেবে দেখছে সরকার। ছানিসহ অন্ধত্বের অন্য কারণগুলোচিহ্নিত করে রোগ হওয়ার আগেই প্রতিরোধের ওপর গুরুত্ব দেয় স্বাস্থ্য বিষয়কআন্তর্জাতিক সংস্থাগুলোও।তবে প্রতিরোধ, প্রতিকার এবং চিকিৎসা ৩ দিকেই সবচেয়ে বেশি সুবিধাবঞ্চিত গ্রাম ও প্রত্যন্ত এলাকার মানুষ।
দেশথেকে অন্ধত্ব নিরাময় করতে সরকারের লক্ষ্যমাত্রা ২০২০ সালের মধ্যে অর্জনকরা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
২৬ ফেব্রুয়ারী, ২০১৩.