ডেস্ক রিপোর্ট: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সপ্তম দিনের যুক্তিতর্ক চলছে।
আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবিরের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন করছেন প্রসিকিউটর সুলতান মাহমুদ শিমন।
গোলাম আযমের বিরুদ্ধে মোট ৬১টি অভিযোগের ৫০টি অভিযোগ এর আগে চার পর্বে শেষ হয়েছে। বাকি ১১টি অভিযোগ আজ শেষ হবে বলে জানা যায়।