ব্যবসা ও অর্থনীতিডেস্ক: দিনের শুরু থেকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। আজ মঙ্গলবার বেলা একটায় লেনদেনের আড়াই ঘণ্টা শেষে ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকও বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা একটায় ডিএসইর ডিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট বেড়ে ৪০৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়, যা এখনও অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে মোট ২৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৯টিরই দাম বেড়েছে, কমেছে ৩৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আপাতত ডিএসইতে লেনদেনের পরিমাণ ১৩৫ কোটি টাকার।
এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, পূবালী ব্যাংক, আরগন ডেসিমস, ইউনাইটেড এয়ার, আরএন স্পিনিং, ইউনিক হোটেল, সানলাইফ ইনস্যুরেন্স, কেপিসিএল, এস আলম কোল্ড রোল্ড স্টিল মিলস ও বিএসসিসিএল।
২৬ ফেব্রুয়ারী/নিউজরুম