চাকমাদের রান্নাবান্না

0
156
Print Friendly, PDF & Email

সবুজ সবুজ ঢ্যাঁড়সতার মধ্যে লাল লাল চিংড়িএর পাশে রাখা সেদ্ধ শাকজিভে জল আনা খাবারগুলো একেবারেই তেল-মসলাবিহীনচিত্রশিল্পী কনকচাঁপা চাকমা জীবনে প্রথম নিজহাতে রান্নার এ আয়োজন করেছিলেন কলেজে পড়ার সময়, আদিবাসী ঢঙে রান্না খাবার দিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন হোস্টেলের বন্ধুদের কাছে
আদিবাসী ঐতিহ্যের রান্না করতে ভালোবাসেন তিনিমায়ের কাছে শেখা সেসব রান্না চলে ঢাকা শহরের ধানমন্ডির বাড়ির রান্নাঘরেও
কনকচাঁপা চাকমা বলেন, ‘প্রকৃতি অকৃত্রিমভাবেই আমাদের ভালো থাকার উপকরণ দিয়ে আসছেআমাদের আদিবাসীদের জীবনপ্রণালির মতো রান্নার আয়োজনেও থাকে প্রকৃতির ছোঁয়াপ্রতিটি খাবারে কোনো না কোনো গুণ থাকেআদিবাসী রান্নায় সে গুণটিকে বজায় রাখা হয়বেশির ভাগ খাবারই হয় তেল ও মসলাবিহীনখাবারে তেল ও মসলাযুক্ত করা হলেও তা পরিমাণে থাকে খুব কমখাবার যেমন স্বাস্থ্যকর হয় তেমনি খেতেও সুস্বাদু হয়
কনকচাঁপা চাকমা তেমন কিছু আদিবাসী রান্নার রেসিপি দিয়েছেন

বিনি ভাত
উপকরণ: বিন্নি চাল ৫০০ গ্রাম, কোরানো নারকেল অর্ধেকটা, সয়াবিন তেল ১ টেবিল-চামচ, লবণ ১ চিমটি
প্রণালি: চাল ধুয়ে পানি ঝরিয়ে নিনহাঁড়িতে অর্ধেক পানি ভরে চুলায় দিনফুটন্ত পানিতে চালগুলো ঢেলে দিনচাল আধা সেদ্ধ হলে মাড় ঝরিয়ে ফেলুনএরপর ভাতসহ হাঁড়িটি আবার চুলায় দিনভাতের সঙ্গে এক টেবিল-চামচ সয়াবিন তেল, কোরানো নারকেল ও পরিমাণমতো লবণ মিশিয়ে নিনহাঁড়ির নিচে তাওয়া দিয়ে মাঝারি আঁচে চুলায় ১০ মিনিট রাখুনতারপর নামিয়ে গরম গরম পরিবেশন

চিদোল বেগুন
উপকরণ: চিদোল গুঁড়া (কয়েক রকমের শুঁটকির মিশ্রণ) ২ টেবিল-চামচবেগুন বড় আকৃতির ২টি, চালের গুঁড়া ১ টেবিল-চামচ, অমসৃণভাবে বাটা রসুন ১ চা-চামচ, কাঁচা মরিচবাটা ১ টেবিল- চামচ, লবণ ১ চা-চামচ, হলুদের গুঁড়া ১ চিমটি
প্রণালি: বেগুন প্রতিটিকে ৬ টুকরো করে কেটে ধুয়ে নিনএকটি পাত্রে চিদোল গুঁড়া গুলিয়ে ছাঁকুনি দিয়ে ছেঁকে পানিটা বেগুনের ওপর দিয়ে দিনবেগুন ডুবে যাওয়া পর্যন্ত পানি দিয়ে পাত্রটি চুলায় বসিয়ে দিনএর সঙ্গে কাঁচা মরিচবাটা ও হলুদ মিশিয়ে চুলায় মাঝারি আঁচে দিনযখন বেগুন অর্ধেক সেদ্ধ হয়ে আসবে তখন চালের গুঁড়া পানিতে গুলিয়ে বেগুনে ঢেলে দিনবেগুন সেদ্ধ হয়ে এলে রসুনবাটা দিয়ে নেড়ে নামিয়ে ফেলুনখোলা পাত্রে ঢেলে রাখুন, এতে পরিবেশনের সময় বেগুনের সবুজাভ ভাবটি থেকে যাবে

মুলা তাবা
উপকরণ: মাঝারি আকৃতির মুলা ২টি, ছুরি শুঁটকি ৫ টুকরা, পেঁয়াজ ১টি, কাঁচামরিচ স্বাদমতো, লবণ ও ধনেপাতা পরিমাণমতো
প্রণালি: মুলা মাঝখানে ফেড়ে ছোট ছোট টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে নিনশুঁটকিগুলো ১ ইঞ্চি পরিমাণ কেটে পরিষ্কার করে হালকা গরম পানিতে ধুয়ে নিনএকটি পাত্রে দেড় কাপ পানি দিয়ে এর মধ্যে শুঁটকি ও মুলা দিনতাতে পেঁয়াজ কুচি, ফাড়া মরিচ ও লবণ দিয়ে চুলায় বসিয়ে ঢেকে দিনঅর্ধেক সেদ্ধ হয়ে এলে নেড়ে দিনপুরো সেদ্ধ হয়ে যাওয়ার পর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন

মাছ খলা
উপকরণ: মাঝারি আকৃতির রুই মাছ (যেকোনো বড় মাছ হতে পারে), টমেটো ৩টি, আদা বাটা ১ টেবিল-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, লবণ আধা চা-চামচ, হলুদ ১ চিমটি, পেঁয়াজ কুচি করা মাঝারি আকৃতির দুটো, সয়াবিন তেল ৪ টেবিল-চামচ, ধনে পাতা পরিমাণমতো
প্রণালি: মাছ চাক করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিনএকটি খোলা কড়াইয়ে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, হলুদ, তেল, লবণ দিয়ে মাছের টুকরোগুলো ভালোভাবে মাখিয়ে নিনএবার দেড় কাপ পানি দিয়ে চুলায় মাঝারি আঁচে রান্না করুনমাছ যখন সেদ্ধ হয়ে আসবে তখন কাটা টমেটো মিশিয়ে নিনটমেটো সেদ্ধ হয়ে গেলে ধনেপাতা দিয়ে নামিয়ে নিন

বাঁধাকপি সেদ্ধ
উপকরণ: একটি বাঁধাকপির তিন ভাগের এক অংশ বড় বড় টুকরো করে কাটালবণ পরিমাণমতো
প্রণালি: বাঁধাকপি ধুয়ে পানি ঝরিয়ে নিনপাত্রে ১ কাপ পরিমাণ পানি পরিমাণমতো লবণ দিয়ে চুলায় ফুটতে দিনএবার ফুটন্ত পানিতে বাঁধাকপি ঢেলে দিনপাঁচ থেকে সাত মিনিট ঢেকে রান্না করুনঅর্ধেক সেদ্ধ হয়ে এলে সবুজাভ ভাব থাকতে থাকতে নামিয়ে নিন

বদা কেবাং (ভাপে ডিম)
উপকরণ: ডিম ৫টি, কাঁচা মরিচ ৪টি, টমেটো ১টি, পেঁয়াজ মাঝারি ২টি, ধনেপাতা, লবণ, হলুদের গুঁড়া পরিমাণমতো
প্রণালি: ডিম একটি পাত্রে ফেটিয়ে নিনএর সঙ্গে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, হলুদ, লবণ ভালোভাবে মিশিয়ে নিনএবার একটা বড় কলাপাতা দুই ভাঁজ করে তাতে ডিমের মিশ্রণটা ঢেলে দিনকলাপাতায় মিশ্রণটি পুঁটুলির মতো করে নিয়ে সুতা দিয়ে মুখটা বেঁধে দিনএবার ভাপ দেওয়ার পাত্রের মুখে অথবা গরম ভাতের ওপরে পুঁটুলিটা দিয়ে দিনবদা কেবাং হতে সময় লাগবে ২০ থেকে ২৫ মিনিটহয়ে এলে নামিয়ে নিনকেকের মতো কেটে বিনি ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন

 

২৬ ফেব্রুয়ারী, ২০১৩.

শেয়ার করুন