বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:নতুন নতুন প্রযুক্তিপণ্যের সন্ধানে তরুণ প্রজন্মের দর্শকদের সমাগম ঘটছেল্যাপটপ মেলায়। গত শুক্রবার থেকে শুরু হওয়া এ মেলা শেষ হচ্ছে আজ। গতকালসোমবার মেলার শেষ দিন হলেও এক দিন বাড়িয়ে আজ শেষ হচ্ছে ল্যাপটপ মেলা। মেলাচলছে ঢাকার সামরিক জাদুঘর প্রাঙ্গণে। মেলা উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিটিপ্রতিষ্ঠানই তাদের পণ্যে বিশেষ ছাড় ও উপহার প্রদান করছে। আজও একই সুবিধাপাওয়া যাবে।
মেলায় গতকাল বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) আয়োজনে ‘টেকিংফ্রিল্যানসিং টু নেক্সট হাইট’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারেবক্তব্য দেন বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান, ফ্রিল্যানসার এনায়েতহোসেন, খোরশেদ আলম, ওডেস্ক অ্যাম্বাসেডর মাহমুদ হাসান, ডেভসটিমেরসহপ্রতিষ্ঠাতা নাসির উদ্দিনসহ অনেকে।
বক্তারা বলেন, বাংলাদেশের ফ্রিল্যানসারা তাঁদের গুণগত মান, কারিগরি দক্ষতাবৃদ্ধি করলে পৃথিবীর অন্যান্য দেশের আউটসোর্সরদের মতোই বেশি অর্থ আয় করতেসক্ষম হবে।
মেলায় গ্লোবাল ব্র্যান্ডের স্টলে ডেলের ল্যাপটপ পাওয়া যাচ্ছে ৩৪ হাজার ৫০০টাকায়। আসুসের নেটবুক পাওয়া যাচ্ছে ১৯ হাজার ৩০০ টাকায়। স্মার্টটেকনোলজিসের স্টলে স্যামসাংয়ের নেটবুক ও ল্যাপটপ পাওয়া যাচ্ছে সর্বনিম্ন ১৮হাজার ৫০০ টাকা ও ২৬ হাজার ৫০০ টাকায়। এইচপির এমএমডি প্রসেসর-নির্ভরনেটবুক কিনলে প্রিন্টার ফ্রি পাচ্ছেন দশনার্থীরা। রিশিত কম্পিউটার্সেরস্টলে এইচপির নেটবুক পাওয়া যাচ্ছে ২৩ হাজার টাকায়, এসারের মিনি নেটবুকেরদাম ২৫ হাজার টাকা, ফুজিৎসুর ল্যাপটপের দাম ৩৪ হাজার টাকা, ডেলের ল্যাপটপেরদাম ২৭ হাজার টাকা এবং লেনেভোর ল্যাপটপ ২৯ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।মেলায় লেনেভো, গ্যাজেট গ্যাং সেভেন, কবি, আরনেভা, চাইল্ডপ্যাড ব্র্যান্ডেরট্যাবলেট পাওয়া যাচ্ছে। এ ছাড়া লেনেভোর আইডিয়া প্যাড, কবি ও চাইল্ডপ্যাডপাওয়া যাচ্ছে যথাক্রমে ২৪ হাজার, ১৫ হাজার ৯০০ ও ১০ হাজার ৯০০ টাকায়।ইন্টারনেট বিজের স্টলে ট্যাবলেট কম্পিউটার পাওয়া যাচ্ছে সাত হাজার ৪৯০টাকায়। মেলা চলবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। মেলার প্রবেশমূল্য ২০টাকা।
২৬ ফেব্রুয়ারী/নিউজরুম