বিশ্বের জনপ্রিয় মোবাইল প্রযুক্তির প্রদর্শনী শুরু

0
174
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

 

স্পেনের বার্সেলোনায় গতকাল সোমবার থেকে শুরু হয়েছে বিশ্বের সবেচেয়েজনপ্রিয় মোবাইল ফোন প্রযুক্তির প্রদর্শনী মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস(এমডব্লিউসি)বৃহস্পতিবার পর্যন্ত চলবে এ প্রদর্শনী
প্রদর্শনী উপলক্ষে বিশ্বসেরা মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো নিজেদেরসর্বশেষ প্রযুক্তির স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছেএরই অংশহিসেবে এ আয়োজনে দেখানো হচ্ছে স্যামসাং-এর ট্যাবলেট, হুয়াওয়ের নতুনঅ্যান্ড্রয়েডচালিত ফোন, সনির পানিনিরোধক ট্যাবলেটসহ দারুণ সব স্মার্টফোনএবং ট্যাবলেট
১২৫টি দেশের ৭৫ হাজার প্রতিনিধি এবারের এমডব্লিউসিতে অংশ নিচ্ছেনএর মধ্যেরয়েছে মোবাইল ফোন সংযোগদাতা, মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণসংস্থাসহ সংশ্লিস্ট সব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা
স্মার্টফোন ছাড়াও এবারের এমডব্লিউসিতে প্রদর্শিত হচ্ছে বেশি মেগাপিক্সেলেরক্যামেরাএ ছাড়া রয়েছে বড় পর্দার যন্ত্র, নতুন সুবিধার ট্যাবলেটইত্যাদিওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার ফায়ারফক্সের নির্মাতা মজিলাস্মার্টফোনও প্রদর্শন করবে এবারের কংগ্রেসেনতুন প্রযুক্তির পণ্যপ্রদর্শনের পাশাপাশি কম দামে ব্যবহারকারীদের হাতে পণ্য পৌঁছানোর ব্যাপারেওনজর রেখেছে প্রতিষ্ঠানগুলো
বিবিসি ও টেলিগ্রাফ অবলম্বনে

 

 

 

২৬ ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন