পাওয়ার ভয়েজ উপস্থাপনায় আঁখি

0
161
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক: আঁখি আলমগীর, আপনি গানের শিল্পীএখন নিয়মিত উপস্থাপনা করছেন?একটি অনুষ্ঠানই করছিপ্রতিযোগিতাটির নাম পাওয়ার ভয়েজচ্যানেল নাইনে প্রচারিত হচ্ছেএটাই প্রথম, এটাই শেষআর কোনো অনুষ্ঠান উপস্থাপনা করার ইচ্ছা নেইএকটি অনুষ্ঠান করেই এ সিদ্ধান্ত নিয়ে ফেললেন?আমি গানের মানুষউপস্থাপনা? ওটা আমার কাজ নয়চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান আর অনুষ্ঠানটির পরিচালক তানভীর খানের অনুরোধেই উপস্থাপনা করতে রাজি হয়েছিউপস্থাপনা করতে কেমন লাগছে?আমি তো ভালোই উপস্থাপনা করিকোনো অহংকার নয়, আত্মবিশ্বাস থেকে বলছিপ্রতিটি শট দিয়ে এসে সেটের অনেককেই জিজ্ঞেস করি, কেমন হয়েছেকোনো জায়গায় ভুল হলে তা তাঁরা দেখিয়ে দেন, নয়তো প্রশংসা করেনতবে প্রশংসাই বেশি পাচ্ছিআপনি কখনো নাচ শিখেছেন?না না, তবে ছোটবেলায় বাসায় গানের সঙ্গে খুব নাচতামকিন্তু আপনি বাংলাভিশনের নাচো বাংলাদেশ নাচোপ্রতিযোগিতায় নাচের বিচারক হয়েছেন
আমি মূল বিচারক নই, অতিথি বিচারকআর তা শুধু একটি পর্বের জন্যআজ বাংলাভিশনে পর্বটি প্রচারিত হবেএখানে নাচ নিয়ে আমার পাণ্ডিত্য দেখানোর সুযোগ নেইতবে নতুন ছেলেমেয়েদের নাচ দেখে মুগ্ধ হয়েছি
আপনার নিজের গানের খবর কী?আমার ১৮ নম্বর অ্যালবামের কাজ শুরু করেছিএরই মধ্যে তিনটি গানের কাজ শেষ হয়েছেএর আগে আমার কয়েকটি অ্যালবামে শওকত আলী ইমনের সুর করা গান গেয়েছিসব কটি গানই দারুণ জনপ্রিয় হয়েছেএবার ইমনকে আমি একটি পূর্ণাঙ্গ অ্যালবামের সুর করার দায়িত্ব দিয়েছি

 

ফেব্রুয়ারী/নিউজরুম

 

 

 

শেয়ার করুন