বিনোদন ডেস্ক: আঁখি আলমগীর, আপনি গানের শিল্পী।এখন নিয়মিত উপস্থাপনা করছেন?একটি অনুষ্ঠানই করছি। প্রতিযোগিতাটির নাম ‘পাওয়ার ভয়েজ’। চ্যানেল নাইনে প্রচারিত হচ্ছে। এটাই প্রথম, এটাই শেষ। আর কোনো অনুষ্ঠান উপস্থাপনা করার ইচ্ছা নেই।একটি অনুষ্ঠান করেই এ সিদ্ধান্ত নিয়ে ফেললেন?আমি গানের মানুষ। উপস্থাপনা? ওটা আমার কাজ নয়। চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান আর অনুষ্ঠানটির পরিচালক তানভীর খানের অনুরোধেই উপস্থাপনা করতে রাজি হয়েছি।উপস্থাপনা করতে কেমন লাগছে?আমি তো ভালোই উপস্থাপনা করি। কোনো অহংকার নয়, আত্মবিশ্বাস থেকে বলছি।প্রতিটি শট দিয়ে এসে সেটের অনেককেই জিজ্ঞেস করি, কেমন হয়েছে। কোনো জায়গায় ভুল হলে তা তাঁরা দেখিয়ে দেন, নয়তো প্রশংসা করেন। তবে প্রশংসাই বেশি পাচ্ছি।আপনি কখনো নাচ শিখেছেন?না না, তবে ছোটবেলায় বাসায় গানের সঙ্গে খুব নাচতাম।কিন্তু আপনি বাংলাভিশনের ‘নাচো বাংলাদেশ নাচো’ প্রতিযোগিতায় নাচের বিচারক হয়েছেন।
আমি মূল বিচারক নই, অতিথি বিচারক। আর তা শুধু একটি পর্বের জন্য। আজ বাংলাভিশনে পর্বটি প্রচারিত হবে। এখানে নাচ নিয়ে আমার পাণ্ডিত্য দেখানোর সুযোগ নেই। তবে নতুন ছেলেমেয়েদের নাচ দেখে মুগ্ধ হয়েছি।
আপনার নিজের গানের খবর কী?আমার ১৮ নম্বর অ্যালবামের কাজ শুরু করেছি। এরই মধ্যে তিনটি গানের কাজ শেষ হয়েছে। এর আগে আমার কয়েকটি অ্যালবামে শওকত আলী ইমনের সুর করা গান গেয়েছি। সব কটি গানই দারুণ জনপ্রিয় হয়েছে। এবার ইমনকে আমি একটি পূর্ণাঙ্গ অ্যালবামের সুর করার দায়িত্ব দিয়েছি।
২৬ ফেব্রুয়ারী/নিউজরুম