স্পোর্টস ডেস্ক: একটি ‘এল ক্লাসিকো’ দেখার জন্য ক্লাব ফুটবলের অপেক্ষা থাকে চাতকের মতো।সেখানে এবার পাঁচ দিনের মধ্যে হচ্ছে দুটি এল ক্লাসিকো। কোপা ডেল রে সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ মুখোমুখি বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। তিন দিন পরই লা লিগায় আবার মুখোমুখি দুই স্প্যানিশ দৈত্য।কিন্তু এই ‘এল ক্লাসিকো’ দুটি রোমাঞ্চের সঙ্গে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের কাছে যেন ‘বিষফোড়া’ও! সামনেই দুই দলের চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ। আগামী মঙ্গলবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলবে রিয়াল। পরের মঙ্গলবার নিজেদের মাঠে এসি মিলানের সামনে বার্সেলোনা।
চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগ শেষে দুই দলই বাদ পড়ার আতঙ্কে ভুগছে।নিজেদের মাঠের রিয়াল ড্র করেছে। পরের ম্যাচটি খেলতে হবে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে গিয়ে। বার্সার অবস্থা আরও করুণ। মিলান থেকে হেরে এসেছে ২-০ গোলে। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে ফিরতি লেগে বিশেষ কিছু করতে হবে মেসির দলকে। এ অবস্থায় কোপা ডেল রেতে সহজ কোনো দলের বিপক্ষে খেলতে পারলে চ্যাম্পিয়নস লিগে মনোযোগ দেওয়া যেত বেশি। কিন্তু রিয়াল-বার্সাকে নামতে হচ্ছে ‘এল ক্লাসিকো’র অগ্নিপরীক্ষায়।
এমনিতে কিংস কাপ বার্সা-রিয়ালের কাছে তেমন অগ্রাধিকার পায় না। কিন্তু দুই দল মুখোমুখি বলে কথা। ‘এল ক্লাসিকো’ বলেই এতে বেশি মনোযোগ দিতে হচ্ছে।সামনে চ্যাম্পিয়নস লিগের খেলা বলে গুরুত্ব বেড়ে গেছে এটির। এখানে হার মানেই খেলোয়াড়দের মনোযোগটা সরে যেতে পারে, নড়ে যেতে পারে আত্মবিশ্বাসের পারদটাও। ওই কঠিন পরীক্ষার আগে জয়টা তাই হবে মনোবলকে চাঙা করার উত্তম হাতিয়ার। দুই দলই মাঠে নামছে জয়ের সন্ধানে।
এমনিতে এল ক্লাসিকোয় ফেবারিট বলে কিছু নেই, ‘ঘরের মাঠ’, ‘পরের মাঠ’ও অগুরুত্বপূর্ণ। কিন্তু তার পরও আজ বার্সেলোনা একটু এগিয়ে থেকেই নামবে। একে তো এটি নিজেদের মাঠে, তার ওপর প্রথম লেগে রিয়ালের মাঠ থেকে ফিরেছে ১-১ গোলের ড্র নিয়ে। একটি অ্যাওয়ে গোল হাতে থাকায় আজ গোলশূন্য ড্র হলেও ফাইনালে উঠে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা। তাতে ভেস্তে যাবে লিগ শিরোপার আশা আগেই ছেড়ে দেওয়া রিয়ালের আরেকটি শিরোপা-স্বপ্ন। আশা বাঁচিয়ে রাখতে হলে আজ রিয়ালকে গোল করতেই হবে।
গোলের প্রসঙ্গ উঠলেই সবার আগে চোখের সামনে ভাসে মেসি-রোনালদোর ছবি। এল ক্লাসিকো তো এই দুজনেরও লড়াই। সর্বশেষ সাতটি এল ক্লাসিকোতে সাত গোল করছেন রোনালদো। মেসি মাঠে নামছেন এল ক্লাসিকোতে সর্বোচ্চ গোলের রেকর্ড ছোঁয়ার হাতছানি নিয়ে। আজ একটি গোল পেলেই মেসি ভাগ বসাবেন রিয়ালের আর্জেন্টাইন কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোর সর্বোচ্চ ১৮ গোলের রেকর্ডে। দুটি করলে টপকে যাবেন স্টেফানোকেই। এএফপি, ওয়েবসাইট।
২৬ ফেব্রুয়ারী/নিউজরুম