১৫ জনের দল থেকে নাম কাটা

0
163
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক: বিপিএলের পার্শ্বপ্রতিক্রিয়া এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলশ্রীলঙ্কা সফরের টেস্ট দল ঘোষণার এক দিন পরই দুঃসংবাদচোটের কারণে ১৫ জনের দল থেকে কাল নাম কাটা গেল এনামুল হক জুনিয়র ও নাঈম ইসলামেরদলে ঢুকেছেন বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি ও ব্যাটসম্যান মার্শাল আইয়ুব
বিসিবি কাল সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করেছে দলে চোটজনিত ওলট-পালটের খবরবিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বিভব সিং বলেছেন, এনামুলের হ্যামস্ট্রিংয়ের চোট গ্রেড-১ পর্যায়েরফিজিওথেরাপি এবং পুনর্বাসনের জন্য ৭ থেকে ১০ দিন সময় লাগবে তাঁরনাঈমের ব্যথা ডান ঊরুতেতাঁর সময় লাগবে দুই থেকে তিন সপ্তাহবাংলাদেশ দল শ্রীলঙ্কার বিমান ধরবে আগামী পরশু
প্রায় চার বছর পর টেস্ট দলে ফিরেছিলেন এনামুল জুনিয়রকোথায় নতুন করে সব শুরু করবেন তা না, প্রথম দিন অনুশীলনে নেমেই মাঠ ছাড়লেন বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েচোটটা পুরোনোবিপিএলের ফাইনালে সমস্যা আরও বাড়েবিসিবির চিকিসকদের পরামর্শ ছিল দুই দিন বিশ্রামে থেকে যেন অনুশীলন শুরু করেনএনামুল তিন দিন বিশ্রাম নিয়ে কালই প্রথম যোগ দিলেন অনুশীলনেকিন্তু ভাগ্য এমনই খারাপ, ওয়ার্মআপের জন্য রানিংয়ে নেমেই অনুভব করলেন তীব্র ব্যথামনে করেছিলাম, বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবেকিন্তু আজ (গতকাল) রানিং করে বুঝলাম ব্যথা লাগছে’—বলছিলেন অভিজ্ঞ বাঁহাতি এই স্পিনারতাঁর মনে শঙ্কা উঁকি দিচ্ছিল তখনই, ‘যদি বাদ পড়ে যাই, জীবনে এর চেয়ে হতাশাজনক আর কিছু হবে নাএটা ভাষায় প্রকাশ করার মতো নাআমার আত্মবিশ্বাস ছিল এবার দলে থাকবসাকিবের ইনজুরির পর সম্ভাবনাটা আরও বেড়ে গিয়েছিলমনে মনে ঠিক করেছিলাম, দলে সুযোগ পেলে ভালো কিছু করবনাঈমের চোটও শরীরে বাসা বেঁধেছিল আগেইসূত্র জানিয়েছে, বিপিএলের পর ক্রিকেটারদের ফিটনেস নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিভব সিংসামনে টেস্ট ক্রিকেট, অথচ মাঝের সময়টাতে নাকি কেউই নিজেদের ফিটনেস টেস্ট ক্রিকেটের পর্যায়ে নিতে পারেননিচোট নিয়েও অনেকে খেলে গেছেন বিপিএলের ম্যাচঅভিযোগটা এনামুল স্বীকারও করলেন কাল, ‘আসলে বিপিএলে টানা খেলতে হয়এক দিন বিশ্রাম নিয়ে হয়তো টানা তিন দিনই খেললামটি-টোয়েন্টি হলেও এ রকম একটা বড় মাপের টুর্নামেন্টে রিল্যাক্স থাকা কঠিনএনামুল-নাঈমের চোট টেস্ট দলের দরজা খুলে দিয়েছে মার্শাল-সানির জন্যসানি এর আগেও দলে ছিলেন, তবে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ব্যাটিং এই প্রথম সুযোগ দিল মার্শালকেঅনুভূতি প্রকাশে মার্শাল তাই ভাষাহীন, ‘কী বলব! খুব ভালো লাগছেআমি খুশিতবে এই পর্যায়ে টিকে থাকতে হলে এখন আরও বেশি কষ্ট করতে হবেজাতীয় লিগে সর্বোচ্চ (৬০৪) রান করেছেন৪৬৫ রান করে কাল শেষ হওয়া বিসিএলের ম্যান অব দ্য টুর্নামেন্টওজানালেন, ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার নেওয়ার সময় প্রধান নির্বাচক আকরাম খানই কানে কানে সুখবরটা দিয়েছেন তাঁকেএর আগে পরশু দল ঘোষণার সংবাদ সম্মেলনেও আকরাম বলেছিলেন, মার্শাল দলে আসার যোগ্যতা রাখেমিডল-অর্ডারে ডানহাতি-বাঁহাতির ভারসাম্য রাখতেই নিতে হয়েছে মমিনুল হককেওয়ালটন মধ্যাঞ্চলের আরেক ক্রিকেটার ইলিয়াস সানিও কাল মাঠ থেকেই গুঞ্জনটা শুনেছেনপরে এই প্রতিবেদকের কাছ থেকে চূড়ান্ত সুখবর পেয়ে যেন নতুন করে উদ্বুদ্ধ, ‘আমি তো বাদই পড়ে গিয়েছিলাম…দলে ফিরেছি শুনে অবশ্যই ভালো লাগছেচেষ্টা করব যেন জায়গাটা ধরে রাখতে পারিকিন্তু এনামুলের জায়গায় সানি কেন? দল ঘোষণা করার সময় প্রধান নির্বাচক না বলেছিলেন, দল নির্বাচনী সভায় এনামুলের প্রতিদ্বন্দ্বী ছিলেন মোশাররফ হোসেন ও সাকলাইন সজীব! প্রসঙ্গটা তুলতেই নতুন ব্যাখ্যা দিলেন আকরাম খান, ‘ওদের কাউকে নিলে স্পিন আক্রমণটা বেশি অনভিজ্ঞ হয়ে পড়তএনামুলের জায়গায় মোটামুটি অভিজ্ঞ কাউকে চেয়েছি আমরাসেজন্যই সানিকে নেওয়া

 

২৬ ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন