ব্যবসা ও অর্থনীতিডেস্ক: বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের এক্সিকিউটিভ চেয়ারম্যান ড. এসএ সামাদ বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা বাংলাদেশের অর্থনীতিকে ভাবিয়ে তুলেছে। এ প্রেক্ষিতে স্বচ্ছতা নিশ্চিত করতে আর্থিক প্রতিবেদন এবং নিরীক্ষা কার্যক্রমে সমন্বয় বাড়াতে হবে। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত ‘আর্থিক প্রতিবেদন এবং নিরীক্ষা কার্যক্রমে সমন্বয়সাধন : প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ড. সামাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন। কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স মোতাহার হোসেন, আইসিএবি প্রেসিডেন্ট আবদুস সালাম এফসিএ, প্রতিষ্ঠানটির সাবেক প্রেসিডেন্টসহ বিশিষ্টজনরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন আইআইডিএফসি চেয়ারম্যান এম মতিউল ইসলাম এফসিএ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্থিক খাতে সাম্প্রতিক অনিয়ম সম্পর্কে জনসাধারণ অধিকতর তথ্য চায়। এসব অনিয়ম প্রতিরোধে হিসাব ও নিরীক্ষণ কার্যক্রমের স্বচ্ছতা এবং জবাবদিহিতার ব্যাপারে জনগণ আরও বেশি কিছু দেখতে চায়।প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করে আর্থিক প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন।
২৫ ফেব্রুয়ারী/নিউজরুম