“তাঁরা ছিলেন মুসল্লি” দাবি করেছেন খন্দকার মোশাররফ

0
158
Print Friendly, PDF & Email

ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন দাবি করেছেন, গত শুক্রবার যাঁরা মসজিদ থেকে বের হয়েছিলেন, তাঁরা কোনো দলের সদস্য ছিলেন নাতাঁরা ছিলেন মুসল্লিসেখানে কোনো দলের উসকানি ছিল না বলেও তিনি দাবি করেনআজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেনসাহাদাত হোসেন খান রচিত ওই বইয়ের নাম মুঘল সম্রাটদের সোনালী অধ্যায়
বিএনপির এই নেতা বলেন, গত শুক্রবার দেশের প্রায় সব মসজিদ থেকে ইসলাম রক্ষায় মিছিল বের হয়েছেধর্মীয় চেতনায় আঘাত করায় মুসল্লিরা বেরিয়েছিলেনকিন্তু সেখানে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছোড়ে এবং তাঁদের নির্যাতন করেছে৯০ শতাংশ মুসলমানের দেশে ধর্মীয় অনুভূতিতে আঘাত জনগণ সহ্য করতে পারে নাএর প্রতিবাদও যদি তাঁরা করতে না পারেন, তাহলে পরিণতি আরও ভয়াবহ হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সরকার বলেছে ব্লগ বা যেখানেই হোক ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে ব্যবস্থা নেওয়া হবেদৈনিক আমার দেশপত্রিকায় ব্লগের কিছু লেখা ছাপানোতে সম্পাদকের বিরুদ্ধে মামলা হয়েছেআমরা জানতে চাই, যাঁরা নিজের নামে ব্লগ লিখেছেন, তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছেযারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবে, তারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন
সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, এখন তৌহিদী জনতা বেরিয়ে এলে বাধা দেওয়া হচ্ছেকিন্তু যখন প্রতিটি গ্রাম-মহল্লা থেকে মানুষ বেরিয়ে আসবে, তখন আর বাধা দেওয়া যাবে না

 

 

 

২৫ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন