হলমার্ক কেলেঙ্কারি তদন্তে দুদক কেন্দ্রীয় ব্যাংকের তিন কর্মকর্তার বক্তব্য চেয়েছে

0
165
Print Friendly, PDF & Email

ব্যবসা ও অর্থনীতিডেস্ক: সোনালী ব্যাংকের শেরাটন হোটেল শাখার চাঞ্চল্যকর হলমার্ক কেলেঙ্কারির মামলা তদন্তের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের তিন কর্মকর্তার বক্তব্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)আগামীকাল দুদক কার্যালয়ে সশরীরে হাজির হয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য দিতে বলা হয়েছেযথাসময়ে উপস্থিত না হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও নির্দেশপত্রে উল্লেখ করা হয়েছে
সূত্র জানায়, সোনালী ব্যাংকের শেরাটন শাখা থেকে হলমার্ক গ্রুপসহ ছয়টি প্রতিষ্ঠান সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনা কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিদর্শনে বেরিয়ে আসেবিপুল পরিমাণ অর্থ আত্মসাতে ক্ষমতাসীন দলের শীর্ষ পর্যায়ের লোকের সম্পৃক্ততা থাকায় পরিদর্শনে নানা বিপত্তি দেখা দিয়েছিলতারপরও এসব কর্মকর্তা সততা ও সাহসিকতার সঙ্গে প্রতিবেদন দাখিল করেছিলেনদুদক বাংলাদেশ ব্যাংকের যেসব কর্মকর্তার বক্তব্য চেয়েছে,
তারা হলেন যুগ্ম পরিচালক মনির আহাম্মদ সিকদার, উপ-পরিচালক
মো. আনোয়ার হোসেন এবং
সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন
দুদকের চিঠিতে বলা হয়েছে, সোনালী ব্যাংকের শেরাটন হোটেল শাখায় আইবিপি বাবত ২১৯ কোটি ৬০ লাখ ৬২ হাজার ২০০ টাকা আত্মসাত্ করার মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আপনাদের বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজনআগামী ২৬ ফেব্রুয়ারি বিকাল ৩টায় দুদক কার্যালয়ে হাজির হয়ে তাদের বক্তব্য প্রদানের অনুরোধ করা হয়েছে
নির্ধারিত সময়ে তারা উপস্থিত হতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে
খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে এই প্রথম কোনো কর্মকর্তাদের দুদক কার্যালয়ে বক্তব্য প্রদানের জন্য ডাকা হয়েছেতাছাড়া চিঠিতে যথাসময়ে উপস্থিত না হলে কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের যে কথা বলা হয়েছে, তাতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছেঅধিকাংশ কর্মকর্তার মতে, ব্যাংকিং সেক্টরের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের কর্মকর্তারা জীবনের ঝুঁকি নিয়ে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে থাকেদুদক সাধারণত মামলার সন্দেহজনক ব্যক্তিদের তলব করে থাকেএ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের যে ভাষায় ডাকা হয়েছে তা প্রচ্ছন্নভাবে কর্মকর্তাদের অপমান করা হয়েছে

 

২৫ ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন