মানিকগঞ্জে হরতাল চলছে

0
299
Print Friendly, PDF & Email

মানিকগঞ্জে ইসলামী সমমনা ১২ দল ও ওলামা মাশায়েখ পরিষদের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছেগতকাল হরতালে জেলার সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় পুলিশের গুলিতে মহিলাসহ পাঁচজন নিহত ও শতাধিক আহত হওয়ার প্রতিবাদে জেলায় এই হরতাল পালিত হচ্ছে
এদিকে হরতালে সকাল থেকে জেলার কোথাও মিছিল বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নিশহরে অধিকাংশ স্কুল, অফিস ও দোকানপাট বন্ধ রয়েছেএছাড়া সড়কে ছোট ছোট যানবাহন চলাচল করতে দেখা গেলেও দূরপাল্লার কোন বাস চলাচল করেনিহরতালে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে

 

২৫ ফেব্রুয়ারী, ২০১৩.

শেয়ার করুন