ডেস্ক রিপোর্ট: রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবনসহ রাজধানীর সব অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে নাগরিক সমাবেশ করেছে দেশের কয়েকটি বেসরকারি সংগঠন।
আজ সোমবার সকালে হাতিরঝিল এলাকায় কারওয়ান বাজারসংলগ্ন বিজিএমইএ ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনগুলো হচ্ছে: সিটিজেন রাইটস মুভমেন্ট, ইনিশিয়েটিভ ফর পিস ও পরিবেশসম্মত বাসযোগ্য ঢাকা বাস্তবায়ন পরিষদ।
সমাবেশে বক্তারা বলেন, বিজিএমইএ ভবন ছাড়াও রাজধানীর বারিধারায় ৪০টিসহ বিভিন্ন স্থানে ৫৩টি অবৈধ ভবন রয়েছে। বিজিএমইএ ভবন সম্পর্কে বক্তারা অভিযোগ করেন, ভবনটি নির্মাণের ক্ষেত্রে জমির নিবন্ধন ছিল না। ভবন নির্মাণের আগে রাজউকের অনুমোদন নেওয়া হয়নি। এ ছাড়া জলাধার সংরক্ষণ, নগর উন্নয়ন ও ভবন নির্মাণ—এসব বিধিমালা লঙ্ঘন করা হয়েছে। ভবনটি ভেঙে ফেলতে আদালতের নির্দেশও রয়েছে। সমাবেশ থেকে বিজিএমইএ ভবনসহ সব অবৈধ স্থাপনা দ্রুত অপসারণ করে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি এক অনুষ্ঠানে হাতিরঝিলে বিজিএমইএ ভবন নির্মাণে অসন্তোষ প্রকাশ করে ভবনটিকে একটি ক্ষতিকর ‘বিষফোঁড়া’ হিসেবে অভিহিত করেছেন।
২৫ ফেব্রুয়ারী/নিউজরুম