আর্ন্তজাতিক ডেস্ক: কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো ২০১৮ সালে তাঁর রাষ্ট্রীয় ক্ষমতার দ্বিতীয় মেয়াদ শেষে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন। দেশটির জাতীয় পরিষদ গতকাল রোববার দ্বিতীয় মেয়াদে তাঁকে প্রেসিডেন্ট নির্বাচিত করার কিছুক্ষণ পর তিনি এ কথা বলেন। গতকাল বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।
৮১ বছর বয়সী রাউল কাস্ত্রো বলেন, এটাই হবে আমার শেষ মেয়াদ। পাঁচ বছরের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন শেষে তাঁর বয়স দাঁড়াবে ৮৬ বছর।
ভবিষ্যতে নেতৃত্ব দিতে সক্ষম হবেন—এমন একজন নেতার জন্য পথ তৈরির প্রস্তুতিও শুরু করেছে নতুন জাতীয় পরিষদ। পরিষদ গতকাল আকস্মিকভাবে দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে ৫২ বছর বয়সী মিগেল দিয়াজ কেনেলের নাম ঘোষণা করেছে। উত্তরসূরি হিসেবে তাঁর সম্ভাবনা সবচেয়ে বেশি উজ্জ্বল। কিউবার কমিউনিস্ট পার্টির তৃণমূল পর্যায়ের রাজনীতি থেকে পর্যায়ক্রমে আজকের এই অবস্থানে পৌঁছেছেন মিগেল দিয়াজ কেনেল।
এদিকে জাতীয় পরিষদের সভায় যোগদানের মাধ্যমে বহুদিন পর জনসমক্ষে আসেন কিউবার ৮৬ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো। ২০০৬ সালে অসুস্থ হওয়ার পর ছোট ভাই রাউল কাস্ত্রোর কাছে ক্ষমতা হস্তান্তর করে আড়ালে চলে যান তিনি।১৯৫৯ সালে সফল বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসেন কিউবার বামপন্থী নেতা ফিদেল কাস্ত্রো।
কাস্ত্রোদের যুগের পর নতুন নেতৃত্বের বিষয়ে মনোযোগী ও সতর্ক দৃষ্টি রাখছে আন্তর্জাতিক সম্প্রদায়। তাদের নানা ধরনের চাপ ও অবরোধ সত্ত্বেও কট্টর বামপন্থী নীতিতে অটল রয়েছে কিউবার রাজনীতি।
২৫ ফেব্রুয়ারী/নিউজরুম