ডেস্ক রিপোর্ট: সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে শিশু আইন ২০১৩ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের জানান, প্রস্তাবিত এ আইনে ১৮ বছরের কম বয়সীদের শিশু হিসাবে উল্লেখ করা হয়েছে, ১৯৭৪ সালের আগের আইনে যা স্পষ্ট ছিল না।অবশ্য ২০১০ সালের জাতীয় শিশু নীতিতে ১৮ বছরের কম বয়সী সবাইকে শিশু হিসেবে গণ্য করার কথা বলা হয়।শিশুর অধিকার খর্ব করলে বা শিশুর প্রতি নিষ্ঠুরতা দেখালে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে আইনের খসড়ায়। ১৯৭৪ সালের আগের আইনে এ ধরনের অপরাধে দুই বছর পর্যন্ত কারাদণ্ড অথবা এক হাজার টাকা অর্থদণ্ডের বিধান ছিল।নতুন আইন পাস হলে শিশু কল্যাণ বোর্ড গঠনের সুযোগ হবে। যার মাধ্যমে প্রতিটি থানায় শিশু কিশোর ডেস্ক এবং প্রতিটি জেলায় শিশু আদালত প্রতিষ্ঠা করা যাবে বলে সচিব জানান।