ডেস্ক রিপোর্ট:রোববাররাত একটার দিকে আগুন লেগে বাংলা একাডেমির নতুন ভবনের পাশে অমর একুশেরবইমেলার ২৫ টি স্টল পুড়ে গেছে। আগুন একবার নেভার পর আবার জ্বলে ওঠে। তবেআগুনের সূত্রপাত কিভাবে ঘটলো তা এখনও জানা সম্ভব হয়নি। ফায়ারসার্ভিস সূত্রে জানা গেছে, রাত ১টা দশ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিল। ২৬২ থেকে৩০৫ নাম্বার স্টল পুড়ে ছাই হয়ে গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও মেলা কমিটির সদস্য অধ্যাপক আমজাদ আলী আগুনে ২০-২৫টি স্টল পুরোপুরি পুড়ে গেছে বলে স্বীকার করেছেন।