শিক্ষা ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী সংসদের নির্বাচন আজ সোমবার অনুষ্ঠিত হবে। গতকাল রোববার নির্বাচনের দিন নির্ধারিত থাকলেও হরতালের কারণে তা এক দিন পেছানো হয়।
নির্বাচন কমিশনার রুহুল আমিন জানান, আজ সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত জুবেরী ভবনে ভোট গ্রহণ করা হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের নির্বাচনে সমিতির প্রায় এক হাজার ২০০ শিক্ষক ভোট দেবেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকদের হলুদ প্যানেল, বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা প্যানেল এবং সাদা দল থেকে বের হয়ে যাওয়া বিএনপিপন্থী শিক্ষকদের সোনালী প্যানেল।
২৫ ফেব্রুয়ারী/নিউজরুম