দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট- শপথ আজ

0
150
Print Friendly, PDF & Email

আর্ন্তজাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে আজ সোমবার শপথ নিয়েছেন পার্ক গিউয়েন হেশপথ গ্রহণের পর কঠোরভাবে জাতীয় নিরাপত্তা রক্ষার অঙ্গীকার করেন তিনিএকই সঙ্গে অর্থনীতি পুনরুদ্ধারের প্রত্যয় ব্যক্ত করেনবিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়আজ সকালে প্রেসিডেন্টের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়এতে অংশ নেয় হাজারো মানুষশপথ গ্রহণকালে একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও সক্ষম সরকার গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন পার্কএ ছাড়া গতানুগতিক অর্থনীতির বদলে সৃজনশীল অর্থনীতি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন তিনিএ সময় দক্ষিণ কোরিয়ায় অর্থনৈতিক গণতন্ত্রায়ণেরকথাও বলেন পার্কশপথ অনুষ্ঠানের ভাষণে পার্ক বলেন, ‘আমার দেশের মানুষের জীবন ও জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি হয় এমন কোনো ধরনের কাজ সহ্য করা হবে নাতিনি বলেন, ‘উত্তর কোরিয়ার সাম্প্রতিক পারমাণবিক পরীক্ষা কোরিয়ার মানুষদের অস্তিত্ব ও ভবিষ্যতের জন্য একটি চ্যালেঞ্জএ ক্ষেত্রে যেকোনো ভুল পদক্ষেপের জন্য সবচেয়ে বেশি মূল্য দিতে হবে স্বয়ং উত্তর কোরিয়াকেএ সময় তিনি উত্তর কোরিয়াকে পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা পরিত্যাগের আহ্বান জানান
গত ডিসেম্বরে প্রতিদ্বন্দ্বী মুন জায়ে ইনকে পরাজিত করে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন সায়েনুরি পার্টির পার্ক গিউয়েন হে৬১ বছর বয়সী পার্ক দক্ষিণ কোরিয়ার সাবেক সেনাশাসক পার্ক চুং-হিয়ের কন্যাপার্ক চুং-হি দুই দশক ধরে দক্ষিণ কোরিয়া শাসন করেন

 

২৫ ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন