বইমেলায় নতুন বইকিন্তু নতুন প্রযুক্তি কই?

0
246
Print Friendly, PDF & Email

প্রস্তর বা নব্যপ্রস্তর যুগ নয়, বর্তমানে চলছে প্রযুক্তির যুগপ্রযুক্তিগতউন্নয়নের জোয়ারে সুজলা-সুফলা, শস্য-শ্যামলা বাংলাদেশও ডিজিটাল হয়ে গেছেভাবতে ভালোই লাগেপ্রদীপ ঘষলেই যেমন দৈত্য বেরিয়ে আসে, তেমনি ইন্টারনেটেক্লিক করলেই অন্যান্য অনেক কিছুর মতো বইও বাসায় চলে আসেকষ্ট করে ভিড় ঠেলেবইমেলায় না গিয়েও মেলার বই পাওয়া যায়কী তামশা! কিন্তু এত প্রযুক্তির পরওবই কিন্তু সেই আগের মতোই আছেবঙ্কিমচন্দ্রের আমলে যে রকম বই বের হত, এখনোসেই একই রকম বই বের হয়কাগজের ওপর ছাপা কালো অক্ষরের কোন পরিবর্তন নেইগবেষকেরা বই পড়ে গবেষক হয়ে বিভিন্ন বই লিখলেও বইকে কীভাবে আরও আপগ্রেডকিংবা আরও ব্যবহার উপযোগী করা যায় তা নিয়ে একদমই গবেষণা বা চিন্তাভাবনাকরছেন নাআর সে জন্যই বইয়ের কোনো পরিবর্তন হচ্ছে নাকোনো মানে হয়? কোনোইমানে হয় নাঅথচ বই জিনিসটাকে আরও আধুনিক করে গড়ে তোলা কত প্রয়োজনবইপড়ছেন, হঠা কারেন্ট চলে গেলমোমবাতিও নেইব্যস, বই পড়া বন্ধকারণবাংলাদেশে একবার বিদ্যু গেলে কখন আসবে তার কোনো নিশ্চয়তা নেইকিন্তু এটাতো হতে পারে নাবই পড়ায় বাধা কোনোভাবেই মেনে নেওয়া যায় নাতাই দেশেরবিজ্ঞানীদের উচিত রেডিয়াম আলোসমৃদ্ধ বই বের করাএতে বইয়ের অক্ষরগুলোঅন্ধকারে আলো দেবেঅন্ধকারে পড়তে কোনো ঝামেলাই হবে নাআক্ষরিক অর্থেইমানুষের জীবনকে আলোকিত করবে বইএ ছাড়া সিটি করপোরেশনকে বুড়ো হুল দেখিয়েদেশে জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে মশাবই পড়ার সময় মশাদের আক্রমণ যেন আরওবেড়ে যায়দুই হাতে বই ধরে রাখার কারণে কষে চড় দিয়ে মশা মারতেও বেগ পেতেহয়ব্যাহত হয় জ্ঞানচর্চাতাই বিজ্ঞানীদের এমন কোন প্রযুক্তি বইয়ের সঙ্গেযুক্ত করা উচিত, যেন বই খুললে এর আশপাশের ১০০ গজের মধ্যে কোনো মশা-মাছিআসতে না পারেএতে করে জ্ঞানচর্চা আরও ত্বরান্বিত হবেকিন্তু এসব জনহিতকরপ্রযুক্তি প্রণয়নের কথা কেউই ভাবছে নাএ বিষয়ে বরাবরের মতো এবারওকর্তৃপক্ষও নীরব ভূমিকা পালন করছেতাই, আন্দোলন সংগ্রামের এই মাসে বইয়েরপ্রযুক্তিগত উন্নতির তীব্র দাবি জানানো হচ্ছেআশা করছি, কর্তৃপক্ষ এব্যাপারে চিন্তাভাবনা করবে

 

২৫ ফেব্রুয়ারি, ২০১৩:

 

শেয়ার করুন