বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:বাংলাদেশে অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের প্রিমিয়াম রিসেলার এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড ধানমন্ডিতে অ্যাপল স্টোর চালু করেছে। গত শুক্রবার এক অনুষ্ঠানে এই অ্যাপল পণ্যের এই দোকান উদ্বোধন করেন মেঘনা গ্রুপের পরিচালক মো. নিজামুল আহসান। উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ মেশিনসের পরিচালক আবদুল মতিন।
এখানে অ্যাপলের অনুমোদিত পণ্য ও অ্যাক্সেসরিজ পাওয়া যাবে। নতুন দোকান চালু উপলক্ষে বিভিন্ন পণ্যে ৫ থেকে ১০ শতাংশ মূল্যছাড় দেওয়া যাবে। স্টোরের ঠিকানা: র্যাংগস নিলু স্কয়ার, সাতমসজিদ রোড, ধানমন্ডি ৫/এ, ঢাকা। —বিজ্ঞপ্তি
২৫ ফেব্রুয়ারী/নিউজরুমর্র্