বিনোদন ডেস্ক: মেহজাবীন, মাছরাঙা টিভিতে ‘ইউনিভার্সিটি’ ধারাবাহিকটির প্রচার শুরু হবে।
হ্যাঁ, এই ধারাবাহিকে আমি কিন্তু মার্শাল আর্ট জানা মেয়ে। ভার্সিটির সবাই আমাকে ভয় পায়।
মার্শাল আর্ট কবে শিখেছেন?
না না, মার্শাল আর্টের তেমন কিছুই আমি জানি না। ধারাবাহিকটির পরিচালক আতিক জামান কিছু দেখিয়ে দিয়েছেন। নাটকটিতে প্রথম শুটিং করেছিলাম সপ্তাহ দুয়েক আগে। শুরুর দিকে মার্শাল আর্ট জানা কয়েকজন ছিলেন আমাদের সঙ্গে।
নাটকে কেন আপনাকে মার্শাল আর্ট জানতে হচ্ছে?
নিজের নিরাপত্তা রক্ষার্থে। আসলে নিজের নিরাপত্তা যদি কেউ নিজেই রক্ষা করতে পারে—সেই আত্মবিশ্বাস থাকে—তাহলে কেউ তার ক্ষতি করতে পারবে না। মেয়েদের জন্য এই মেসেজ খুব জরুরি।
বাস্তবের সঙ্গে নাটকের মেহজাবীনের কোনো মিল আছে?
মোটেও না। বাস্তবে আমি খুর নরম স্বভাবের মেয়ে। ঝগড়া, চিৎকার করে কথা বলা, মারামারি কিংবা গালাগাল দেওয়া—এটা আমার স্বভাবে নেই। কিন্তু ইউনিভার্সিটি নাটকে আমাকে তা-ই করতে হচ্ছে। গত শনিবার আইইউবিএটিতে শুটিংয়ের সময় একটি মোটা ছেলেকে মেরেছি। এখন তা ভাবতে খুব অবাক লাগছে।
এখন আর কী করছেন?
লাক্সের নতুন বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছি। এটি আমার লাক্সের তৃতীয় বিজ্ঞাপনচিত্র। প্রথম দুটির কাজ করেছি ঢাকায়। তবে নতুনটির কাজ করেছি ভারতের মুম্বাইয়ে। সেখানে পাঁচ দিন ছিলাম। গত শুক্রবার দেশে ফিরেছি।
আপনি তো চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন।
ছবিটির নাম পরবাসিনী। পরিচালক স্বপন আহমেদ আমার কাছে আগামী মাসে সময় চেয়েছিলেন। কিন্তু পারব না। বাংলালিংকের ‘দেশ ৯’ বিজ্ঞাপনচিত্রের কাজ হবে।এর আগে আমি ‘দেশ ৮’ বিজ্ঞাপনচিত্রে কাজ করেছিলাম। পুরো কাজ শেষ করতে ২০ দিন লাগবে। এরপর পরবাসিনীর জন্য সময় দেব।
২৫ ফেব্রুয়ারী/নিউজরুম