লাক্সের নতুন বিজ্ঞাপনচিত্রের মেহজাবীন

0
129
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক: মেহজাবীন, মাছরাঙা টিভিতে ইউনিভার্সিটিধারাবাহিকটির প্রচার শুরু হবে
হ্যাঁ, এই ধারাবাহিকে আমি কিন্তু মার্শাল আর্ট জানা মেয়েভার্সিটির সবাই আমাকে ভয় পায়
মার্শাল আর্ট কবে শিখেছেন?
না না, মার্শাল আর্টের তেমন কিছুই আমি জানি নাধারাবাহিকটির পরিচালক আতিক জামান কিছু দেখিয়ে দিয়েছেননাটকটিতে প্রথম শুটিং করেছিলাম সপ্তাহ দুয়েক আগেশুরুর দিকে মার্শাল আর্ট জানা কয়েকজন ছিলেন আমাদের সঙ্গে
নাটকে কেন আপনাকে মার্শাল আর্ট জানতে হচ্ছে?
নিজের নিরাপত্তা রক্ষার্থেআসলে নিজের নিরাপত্তা যদি কেউ নিজেই রক্ষা করতে পারেসেই আত্মবিশ্বাস থাকেতাহলে কেউ তার ক্ষতি করতে পারবে নামেয়েদের জন্য এই মেসেজ খুব জরুরি
বাস্তবের সঙ্গে নাটকের মেহজাবীনের কোনো মিল আছে?
মোটেও নাবাস্তবে আমি খুর নরম স্বভাবের মেয়েঝগড়া, চিকার করে কথা বলা, মারামারি কিংবা গালাগাল দেওয়াএটা আমার স্বভাবে নেইকিন্তু ইউনিভার্সিটি নাটকে আমাকে তা-ই করতে হচ্ছেগত শনিবার আইইউবিএটিতে শুটিংয়ের সময় একটি মোটা ছেলেকে মেরেছিএখন তা ভাবতে খুব অবাক লাগছে
এখন আর কী করছেন?
লাক্সের নতুন বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছিএটি আমার লাক্সের তৃতীয় বিজ্ঞাপনচিত্রপ্রথম দুটির কাজ করেছি ঢাকায়তবে নতুনটির কাজ করেছি ভারতের মুম্বাইয়েসেখানে পাঁচ দিন ছিলামগত শুক্রবার দেশে ফিরেছি
আপনি তো চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন
ছবিটির নাম পরবাসিনীপরিচালক স্বপন আহমেদ আমার কাছে আগামী মাসে সময় চেয়েছিলেনকিন্তু পারব নাবাংলালিংকের দেশ ৯বিজ্ঞাপনচিত্রের কাজ হবেএর আগে আমি দেশ ৮বিজ্ঞাপনচিত্রে কাজ করেছিলামপুরো কাজ শেষ করতে ২০ দিন লাগবেএরপর পরবাসিনীর জন্য সময় দেব

 

ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন