স্পোর্টস ডেস্ক:রামনরেশ সারওয়ানের দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও জয়ের স্বাদ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওয়ানডেতে ১৫৬ রানের বড় ব্যবধানের জয়ের পর গতকাল দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা। আর এই জয় দিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করেছে ডোয়াইন ব্রাভোর দল। দ্বিতীয় ওয়ানডেতে জয়ের জন্য ২৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক ওভার বাকি থাকতেই ৭ উইকেটের জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ১২০ রানের চমত্কার এক ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন সারওয়ান।
২৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১১১ রান সংগ্রহ করে দলকে জয়ের পথে অনেকখানি এগিয়ে দেন সারওয়ান ও কাইরন পাওয়েল। ২৬তম ওভারে জিম্বাবুয়ে শিবিরে খানিকটা আশার আলো জাগিয়েছিলেন হ্যামিল্টন মাসাকাদজা। এক ওভারেই পাওয়েল ও ড্যারেন ব্রাভোর উইকেট তুলে নেন এই ডানহাতি পেসার। ৫৭ রান করে ফিরে যান পাওয়েল। তৃতীয় উইকেটে আবার ১০৮ রানের জুটি গড়ে জয় প্রায় নিশ্চিতই করে ফেলেন সারওয়ান ও দেওনারিন। ৪৪তম ওভারে দেওনারিন দুর্ভাগ্যবশত রানআউটের ফাঁদে পড়েন। ৪২ রান এসেছে এই বাঁহাতির ব্যাট থেকে। এরপর আর কোনো উইকেট হারাতে হয়নি ক্যারিবীয়দের। জয়ের জন্য প্রয়োজনীয় বাকি ৫৫ রান ঝড়ের গতিতে সংগ্রহ করে ফেলেন সারওয়ান ও পোলার্ড। ২০ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন পোলার্ড।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ক্রেইগ অরভিনের ৮০, হ্যামিল্টন মাসাকাদজার ৬০ ও ওপেনার ভুসি সিবান্দার ৫১ রানের ইনিংসগুলোর ওপর ভর করে স্কোরবোর্ডে ২৭৩ রান জমা করে জিম্বাবুয়ে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দুর্দান্ত বোলিং করেছেন অধিনায়ক ডোয়াইন ব্রাভো। ৪৩ রানের বিনিময়ে ৬ উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার।
২৫ ফেব্রুয়ারী/নিউজরুম