চারটি বইয়ের প্রচ্ছদ এঁকেছেন বিপাশা হায়াত

0
159
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক:নিজের লেখা বই প্রকাশিত না হলেও এবার বাংলা একাডেমীর অমর একুশে গ্রন্থমেলায় চারটি বইয়ের প্রচ্ছদ এঁকেছেন বিপাশা হায়াতএর মধ্যে দুটি তাঁর বাবা আবুল হায়াতের বইশেষ পত্র ও গল্প মালঞ্চআর অন্য দুটির মধ্যে একটি স্বামী তৌকীর আহমেদের প্রতিসরণ এবং অন্যটি হুমায়ুন কবীরের তীর্থযাত্রী ও তিনজন তার্কিক
বিপাশা হায়াত বলেন, ‘২০ বছর বয়সে আমি প্রথম বাবার বইয়ের প্রচ্ছদ এঁকেছিলামবইটির নাম ছিল জীবন খাতার ফুটনোটএরপর বাবার যতগুলো বই বেরিয়েছে, তার বেশির ভাগ প্রচ্ছদ আমি এঁকেছিতাঁর বইয়ের প্রচ্ছদ করার আনন্দ অন্য রকম
বিপাশা আরও বলেন, ‘আমি এ পর্যন্ত ২৫টি বইয়ের প্রচ্ছদ এঁকেছিবাবার বইয়ের বাইরে যাঁদের প্রচ্ছদ এঁকেছি, তাঁদের মধ্যে আছেন রফিক আজাদ, মোহিত কামাল ও অনন্ত হিরাআমি কিন্তু অনেক বছর আগে পাক্ষিক আনন্দধারায় গল্পের অলংকরণ করেছিলাম
বিপাশা হায়াত এখন ছবি আঁকাআঁকি নিয়ে ব্যস্ত আছেনতিনি বলেন, ‘পেইন্টিং আমার কাছে ভালোবাসার একটি বিষয়চিন্তাচেতনার সবকিছুই পেইন্টিংয়ের মধ্য দিয়ে প্রকাশ করতে পারছিসামনে প্রদর্শনী করার ইচ্ছা আছেতাই এখন পেইন্টিং নিয়ে ব্যস্ত আছিতা ছাড়া আমার এখনকার চিন্তাভাবনাও পেইন্টিং নিয়ে

 

ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন