বিনোদন ডেস্ক: ফিরবে না কেউ খালি হাতে আজ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের স্যান্ডার্স থিয়েটারে বসছে অস্কারের আসর। এটা নিশ্চিত, সেখান থেকে খালি হাতে ফিরছেন না কেউই। তার মানে, সবার হাতেই সোনার মূর্তিটি উঠছে? না, ঠিক তা নয়। অস্কার যাঁদের কপালে আছে, তাঁরা তো মুখে হাসি আর হাতে পুরস্কার নিয়ে ফিরবেনই; মনোনীত ব্যক্তিরা পাবেন ৪৫ হাজার ডলারের কিছু বেশি অর্থ। এই অর্থ আবার ভাগ করে দেওয়া হয়েছে বিভিন্ন খাতে। যেমন, ১২ হাজার ডলার দেওয়া হবে অস্ট্রেলিয়া ভ্রমণের জন্য। আকুপাংচার চিকিৎসার জন্য বরাদ্দ থাকছে ৮৫০ ডলার। মনোনীত ব্যক্তিদের সন্তানেরা পাচ্ছে সার্কাস প্রশিক্ষণের জন্য ৪০০ ডলার। এ ছাড়া থাকছে যুক্তরাজ্যের হিথরো বিমানবন্দরে এক বছরের জন্য ভিআইপি সেবা এবং মেক্সিকোর সেইন্ট পুন্টা মিটা রিসোর্টে থাকা-খাওয়ার বন্দোবস্ত।
পাঁচ পদের পপকর্ন রেসিপি
অস্কারে নৈশভোজে দুনিয়ার নামজাদা সব তারকাকে কী কী খাবার দেওয়া হবে, জানেন? পুরো ফিরিস্তি দিতে গেলে স্থান সংকুলান হবে না। তবে কেবল পপকর্ন নিয়েই থাকছে পাঁচটি পদের আয়োজন। সেগুলো হলো: ১. সিরাহছা, লাইম অ্যান্ড সিসেম পপকর্ন, ২. রোজমেরি, ব্রাউন বাটার অ্যান্ড লেমন পপকর্ন, ৩. এস মোরেস পপকর্ন, ৪. ম্যাপল-বেকন পপকর্ন এবং ৫. পারমিজান অ্যান্ড গারলিক পপকর্ন।চাইলে ইন্টারনেট ঘেঁটে জেনে নিতে পারেন পাঁচ পদের পপকর্নের পূর্ণাঙ্গ রেসিপি।
প্রি-অস্কার পার্টির উপস্থাপক ফ্রিদা
অস্কারের আগমুহূর্তে পার্টির আয়োজন করে ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিন। এ বছর তাদের প্রতিপাদ্য কন্যাশিশু। কেবল পার্টিই নয়, অস্কার উপলক্ষে সপ্তাহব্যাপী উদ্যাপনের আয়োজনও করে এই সংবাদমাধ্যম। তা ছাড়া এবার ১০০ বছর পূর্ণ করল পত্রিকাটি। সব মিলিয়ে এবারের প্রি-অস্কার পার্টি পাচ্ছে অন্য মহিমা। আর এই আয়োজনের সহযোগী উপস্থাপনার দায়িত্ব বর্তেছে বলিউড তারকা ফ্রিদা পিন্টোর ওপর। দায়িত্ব পেয়ে নিঃসন্দেহে দারুণ রোমাঞ্চিত ফ্রিদা। এবিসি নিউজ।
২৫ ফেব্রুয়ারী/নিউজরুম