এক ইনিংসে ৮ উইকেট- সানজামুল

0
135
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক: মোহাম্মদ আশরাফুল ও নুরুল হাসান বাধা হয়ে দাঁড়ালেনবিসিএলের পাঁচ দিনেরগোলাপি ফাইনালনইলে শেষ হয়ে যেতে পারত তৃতীয় দিনেইতবে আজ চতুর্থ দিনে যদি ম্যাচ শেষ না হয়, সেটাই হবে বিস্ময়েরজিততে হলে এখন ওয়ালটন মধ্যাঞ্চলের প্রয়োজন ৫ উইকেট, বিসিবি উত্তরাঞ্চলের ১২২ রানআর ম্যাচটা যে তৃতীয় দিনেই শেষ দেখতে শুরু করল, তার কারণ বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম
বিসিএল ফাইনাল প্রতিদিনই কিছু না-কিছু দিচ্ছে মিরপুর স্টেডিয়ামের হাতেগোনা দর্শকদেরপ্রথম দিন সেঞ্চুরি করলেন মধ্যাঞ্চলের রকিবুল, দ্বিতীয় দিনে আশরাফুলের হ্যাটট্রিক আর কাল ইনিংসে ৮ উইকেট তুলে নিলেন উত্তরাঞ্চলের সানজামুলজাতীয় লিগে এক ইনিংসে ৮ বা তার বেশি উইকেট পাওয়ার ঘটনা আছে ১২টিসানজামুলেরটিসহ বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে এটা ঘটল ত্রয়োদশবারের মতোম্যাচের দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট নিলেন সানজামুল
দ্বিতীয় ইনিংস খেলতে নেমে পরশুই দুই ওপেনার শামসুর ও সানিকে হারায় মধ্যাঞ্চলশামসুরের উইকেট নিয়ে সানজামুলের ঘূর্ণি-জাদুর শুরুও তখন থেকেকাল তো একপর্যায়ে মাত্র ৪১ রানে পড়ল মধ্যাঞ্চলের ৫ উইকেট২ উইকেটে ১০৩ থেকে ৭ উইকেটে ১৪৪, পাঁচ উইকেটের চারটাই সানজামুলেরমেহরাব ও শুভাগতকে ফিরিয়েছেন এক ওভারেই
প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান রকিবুল দ্বিতীয় ইনিংসেও মধ্যাঞ্চলের সবচেয়ে লড়াকু ব্যাটসম্যান১০৬ বলে ৬৮ করেছেনরকিবুল সানজামুলের বলে আউট না হলেও ফরহাদ রেজার বলে গালিতে সানজামুলের হাতেই ক্যাচ হয়েছেন! ১৪৪ রানে ৭ উইকেট পড়ার পর যে দুজন টেনে তুলতে চেষ্টা করেছেন দলকে, দুজনকেই ফিরিয়েছেন সানজামুলঅষ্টম উইকেটে নুরুল হাসানের সঙ্গে ৭৪ রানের জুটি গড়ে আশরাফুল (৪১) স্লিপে ক্যাচ দিয়েছেন ফরহাদ হোসেনকেফিফটি করে কাভারে নুরুল হাসান (৫৫) ক্যাচ হন ফরহাদ রেজার২৪৭ রানে অলআউট মধ্যাঞ্চল
এর আগে এক ইনিংসে সানজামুলের সেরা বোলিং ছিল ৫/৭০কাল ৮ উইকেট পাওয়ার সাফল্যে নিজেও বিস্মিত সানজামুল বললেন, ‘আমিও কল্পনা করতে পারিনি ৮ উইকেট পেয়ে যাবআমার পরিকল্পনা ছিল ডট বল করব, ওরা যদি ভুল করে উইকেট পাবসেটাই কাজে লেগে গেছেবল হাতে ক্যারিয়ার-সেরা সাফল্যের দিনে ব্যাট হাতেও গুরুদায়িত্ব এসে পড়েছে কাঁধে২৫১ রানের লক্ষ্য সামনে নিয়ে ৭১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে উত্তরাঞ্চলতখন মনে হচ্ছিল সানজামুলের কৃতিত্বই মাটি হওয়ার মুখেকিন্তু সানজামুলই সাত নম্বরে নেমে অধিনায়ক জহুরুলের সঙ্গে দাঁড়িয়ে গেলেন বুক চিতিয়েষষ্ঠ উইকেটে ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তাঁরাজহুরুল ৩৯ রানে ও সানজামুল ৩৪ রানে অপরাজিতআজ ফলাফল নির্ধারণী দিনে জুটিটাকে আরও লম্বা করতে চান সানজামুল, ‘আজ (গতকাল) একটা পর্যায়ে মনে হচ্ছিল ম্যাচটা আমাদের হাত থেকে ছুটে যাচ্ছেএখন আর সে পরিস্থিতি নেই, ফিফটি-ফিফটি সুযোগ দুই দলেরইকাল (আজ) আমার আর অমি ভাইয়ের (জহুরুল) লক্ষ্য থাকবে এই জুটিতে যত বেশি রান করা যায়সম্ভব হলে ম্যাচ জিতে আসা

 

২৫ ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন