আর্ন্তজাতিক ডেস্ক: চালকবিহীন একটি বিদেশি গোয়েন্দা বিমান (ড্রোন) ভূপাতিত করার দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড। গতকাল শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের কেরমান এলাকায় সামরিক মহড়ার সময় দেশটির রেভল্যুশনারি গার্ড ওই ড্রোনটি ভূপাতিত করে।
সামরিক বাহিনীর মুখপাত্র জেনারেল হামিদ সারকেলি বলেন, ‘আমরা আমাদের শত্রুর একটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছি।’
তবে ড্রোনটির মালিকানা সম্পর্কে খবরে বিস্তারিত কিছুই জানানো হয়নি।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ওয়াশিংটনে পেন্টাগনের একজন মুখপাত্র জানিয়েছেন, তিনি এ-সংক্রান্ত প্রতিবেদনটি দেখেছেন। তবে ড্রোনটি যুক্তরাষ্ট্রের কি না, সে বিষয়ে ইরানের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো দাবি করা হয়নি।
এর আগে যুক্তরাষ্ট্রের কয়েকটি ড্রোন আটক করার দাবি করেছিল ইরান।
২৪ ফেব্রুয়ারী/নিউজরুম