ঢাকা: মানিকগঞ্জ সহিংসতায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা নাজিম উদ্দিন নিহত হওয়ার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। একই সঙ্গে এ জেলায় সোমবারের সকাল-সন্ধ্যা হরতালে পূর্ণ সমর্থন দিয়েছে তারা।
এছাড়া রোববার মানিকগঞ্জে নাজিম উদ্দিনসহ পাঁচজন নিহত হওয়া এবং গত দু’তিন দিনে পুলিশ-র্যাবের পাশাপাশি ছাত্রলীগ ও যুবলীগের হামলায় বিরোধী দলগুলোর অনেক নেতাকর্মী হতাহত হওয়ার অভিযোগে দু’দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
এ কর্মসূচির আওতায় আগামী ২৬ ফেব্রুয়ারি নয়াপল্টনে ও ২৮ ফেব্রুয়ারি প্রতিটি জেলা সদরে প্রতিবাদ সমাবেশ হবে।
রোববার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
এ সময় স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক সরাফত আলী সপু, কেন্দ্রীয় বিএনপির সদস্য মাহবুবুল আলম নান্নু প্রমুখ উপস্থিত ছিলেন।
ফেব্রুয়ারি ২৪, ২০১৩