ইউটিউবে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শক

0
187
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক: মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার নাচ দেখতে ইউটিউবে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকেরাগত শুক্রবার মিশেলের ওই নাচের ভিডিওটি ইউটিউবে পোস্ট করা হয়আজ রোববার পর্যন্ত সাড়ে আট লাখেরও বেশি বার ভিডিওটি দেখা হয়েছেএকটি আন্তর্জাতিক বার্তা সংস্থার বরাত দিয়ে দ্য টাইমস অব ইন্ডিয়াএ তথ্য জানিয়েছে
মার্কিন তরুণদের স্বাস্থ্য সবলতা ও পুষ্টিসংক্রান্ত প্রেসিডেন্ট বারাক ওবামার লেটস মুভশীর্ষক একটি প্রচারাভিযানের অংশ হিসেবে গত শুক্রবার এনবিসি চ্যানেলের একটি কমেডি টক শোতে অংশ নেন ফার্স্ট লেডি
লেট নাইট উইথ জিমি ফ্যালননামের ওই কমেডি টক শোর উপস্থাপক জিমি ফ্যালনঅনুষ্ঠানে উপস্থাপক ও মিশেল ইভালুশন অব মম ডান্সিংশিরোনামের একটি নাচে অংশ নেন তিনি
মিশেলের নাচের ওই ভিডিওটি শুক্রবার ইউটিউবে ছাড়া হয়ভিডিওটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সাড়ে আট লাখেরও বেশি বার ভিডিওটি দেখা হয়েছেলাইকপড়েছে ১১ হাজারেরও বেশি
কমেডি টক শো শেষে এক সাক্ষাত্কারে মিশেল তাঁর স্বামী ওবামার নাচের দক্ষতা নিয়েও কথা বলেনওবামার নাচের দক্ষতা বিক্যাটাগরির বলে উল্লেখ করেন তিনি
যুক্তরাষ্ট্রে স্থূলতা একটি বড় ধরনের স্বাস্থ্যগত সমস্যাসেখানে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মধ্যে প্রতি তিনজনে একজন এবং প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন স্থূলতায় ভোগেবারাক ওবামা তিন বছর আগে মার্কিন তরুণদের স্বাস্থ্য সবলতা ও পুষ্টিসংক্রান্ত লেটস মুভশিরোনামের প্রচারাভিযান শুরু করেন

 

২৪ ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন