মোফাজ্জল হোসেন, নওগাঁ: নওগাঁর পোরশায় এক নারীর ঈজ্জতের মূল্য মাত্র ২ হাজার টাকা নির্ধারণ করে সালিশে রায় দিয়েছেন গ্রাম্য মাতবররা। রায় মেনে না নিয়ে ঐ নারী গত শুক্রবার থানায় একটি এজাহার দিয়েছেন।
এলাকাবাসী ও এজাহার সূত্রে জানা গেছে, পোরশা উপজেলার সহড়ন্দ গ্রামের নুরুল ইসলামের স্ত্রী তহমিনা তার স্বামীর নিজ বাড়িতে অন্যান্য দিনের মত বুধবার দিবাগত রাতে খাওয়া শেষে ছেলে তরিকুলকে নিয়ে ঘুমিয়ে পড়েন। আর এই সুযোগে ঘটনার দিন বুধবার একই গ্রামের বাগান বাবুর পুত্র আইনুল হক (২৭) ও নাজিমুদ্দিনের পুত্র মোশারফ (২৫) বাড়ির দেওয়ালের সঙ্গে থাকা খেজুরের গাছের উপর দিয়ে ভিতরে ঢুকে।
রাত আনুমানিক সাড়ে ৩টার সময় প্রকৃতির ডাকে ঘুম থেকে জেগে ঘরের বাইরে যাওয়ার জন্য ঘরের দরজা খুলতেই আইনুল ও মোশারফ তহমিনাকে জড়িয়ে ধরে ঘরের ভিতরে জোর করে টেনে হিঁচড়ে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। এসময় তহমিনার ছেলে তরিকুল তার মাকে রক্ষা ও বাঁচাতে আসলে আইনুল তহমিনার পুত্র তরিকুলকে মারপিট করে। মা ও ছেলে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এস তাদের রক্ষা করে।
বৃহস্পতিবার রাতে গ্রামের মাতবররা এক সালিশ বৈঠকে ৮ হাজার টাকা জরিমানা করে। জরিমানার ওই ৮ হাজার টাকার মধ্যে থেকে বাদী তাহমিনাকে চিকিৎসা বাবদ ২ হাজার টাকা আর বাকি ৬ হাজার টাকা গ্রামের মসজিদের উন্নয়নে ব্যায় করা হবে বলে রায় দেয়া হয়। বাদী তহমিনা দোষীদের শাস্তির দাবী জানান।
এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ: রব এজাহার পাওয়ার কথা স্বীকার করে বলেন আমরা এজাহার পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে
আলীরাজ, নিউজ এডিটর ২৪, ফেব্রুয়ারী ২০১৩