বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:২২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া কিউবি ল্যাপটপ মেলার সময় একদিন বাড়িয়েছেআয়োজক এক্সপো মেকার। মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টাথেকে রাত ৮ টা পর্যন্ত মেলা চলছে।
মেলার আয়োজকেরা জানিয়েছেন, মেলার তৃতীয় দিনেও রয়েছে আগ্রহী দর্শকদের ভিড়।তরুণদের আগ্রহ হালকা-পাতলা আলট্রাবুকে। মেলায় ল্যাপটপ ও ট্যাবলেট কিনলেপাওয়া যাচ্ছে নানা সুবিধা।
২২ ফেব্রুয়ারি থেকে রাজধানীর সামরিক জাদুঘরে শুরু হয়েছে চার দিনের ল্যাপটপমেলা। মেলার উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীইয়াফেস ওসমান।
মেলার আয়োজকেরা জানিয়েছেন, হরতালের কারণে যারা মেলায় আসতে পারেননি তাদের কথা ভেবেই মেলার সময় একদিন বাড়ানো হচ্ছে।
২৪ ফেব্রুয়ারী/নিউজরুমর্র্