স্পোর্টস ডেস্ক: মহেন্দ্র সিং ধোনির অপরাজিত ডাবল সেঞ্চুরি। বিরাট কোহলির সেঞ্চুরি। সঙ্গে শচীন টেন্ডুলকারের ৮১ রান। তিন ব্যাটসম্যানের নৈপুণ্যে চেন্নাই টেস্টের নিয়ন্ত্রণ নিয়েছে ভারত।
আজ রোববার টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৮ উইকেটে ৫১৫ রান।এই হিসাবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের চেয়ে ১৩৫ রানে এগিয়ে স্বাগতিকেরা।হাতে রয়েছে দুটি উইকেট। ধোনি ২০৬ ও ভুবনেশ্বর কুমার ১৬ রানে অপরাজিত আছেন।
৩ উইকেটে ১৮২ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করে ভারত। আগের দিন টেন্ডুলকার ৭১ ও কোহলি ৫০ রানে অপরাজিত ছিলেন। টেন্ডুলকার আজ পারেননি, ফিরে যান ব্যক্তিগত সংগ্রহে মাত্র ১০ রান যোগ করে। কোহলি অবশ্য সেঞ্চুরি উদযাপনটা না করে মাঠ ছাড়েননি। সাজঘরে ফেরার সময় তাঁর সংগ্রহ ছিল ১০৭ রান। দিনের বাকি সময়টা এক প্রান্ত আগলে রেখে খেলেন ধোনি। অন্য প্রান্তে ব্যাটসম্যানরা আসা-যাওয়া করেছেন। কিন্তু নিজের জায়গায় অবিচল ছিলেন ভারতীয় অধিনায়ক।সেঞ্চুরি তো বটেই, ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখাও পেয়েছেন ধোনি।
এই টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করে ৩৮০ রান তুলেছিল সফরকারী অস্ট্রেলিয়া।দলের হয়ে সর্বোচ্চ ১৩০ রান করেন অধিনায়ক মাইকেল ক্লার্ক। ভারতের হয়ে সাতটি উইকেট শিকার করেন রবিচন্দ্রন অশ্বিন।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩৮০/১০
ক্লার্ক ১৩০, হেনরিকস ৬৮, ওয়ার্নার ৫৯
অশ্বিন ৭/১৩০, জাদেজা ২/৭১
ভারত প্রথম ইনিংস: ৫১৫/৮
(তৃতীয় দিনের খেলা শেষে)
ধোনি ২০৬, কোহলি ১০৭, টেন্ডুলকার ৮১
প্যাটিনসন ৪/৮৯, লায়ন ৩/১৮২
২৪ ফেব্রুয়ারী/নিউজরুম