বিনোদন ডেস্ক:ভারতের চণ্ডীগড়ে ‘বেশরম’ ছবির শুটিং করছেন রণবীর কাপুর। সম্প্রতি তাঁর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে সেখানে হাজির হয়েছিলেন ক্যাটরিনা কাইফ। মূলত, এর পর থেকেই এ জুটির প্রেম ও অভিসারের খবর আবারও ডালপালা মেলতে শুরু করেছে।
২০০৯ সালে মুক্তি পাওয়া ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন রণবীর-ক্যাটরিনা। তখন এই জুটির প্রেমের খবরে সরগরম হয়ে উঠেছিল বলিউডকেন্দ্রিক বিভিন্ন সংবাদমাধ্যম। পরে অবশ্য তাঁদের প্রেমের ভাঙনের খবরও প্রকাশিত হয়েছে। বলিউডের প্রেমের চিরাচরিত রীতি মেনে বরাবরই নিজেদের সম্পর্ক নিয়ে খোলাসা করে কিছু বলেননি রণবীর-ক্যাটরিনা।
এদিকে, বেশ কিছুদিন ধরে ঘন ঘন খবরের শিরোনাম হচ্ছেন বলিউডের আলোচিত এ তারকা জুটি। প্রকাশিত বিভিন্ন খবরে দাবি করা হয়েছে, দিনকে দিন বেড়েই চলেছে তাঁদের সখ্য। সম্প্রতি চণ্ডীগড়ে একসঙ্গে সময় কাটানোয় ফের আলোচনায় এসেছেন তাঁরা।
ক্যাটরিনার কাছের এক বন্ধুর উদ্ধৃতি দিয়ে ‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, চণ্ডীগড়ে অভিনব সিং কশ্যপ পরিচালিত ‘বেশরম’ ছবির শুটিং করছেন রণবীর। বিমানে চেপে গত বৃহস্পতিবার দুপুরে সেখানে গিয়ে হাজির হন ক্যাটরিনা। তাঁর এ ভ্রমণের মূল উদ্দেশ্য রণবীরের সঙ্গে সুন্দর কিছু সময় কাটানো। এক দিনের জন্য নয়, কয়েক দিন থাকার পরিকল্পনা নিয়েই ক্যাটরিনা সেখানে গেছেন।
এই মুহূর্তে ক্যাটরিনার হাতে তেমন কোনো কাজ নেই। ‘ধুম ৩’ ছবির শুটিং শিডিউল এখনো চূড়ান্ত হয়নি। এ ছাড়া, সিদ্ধার্থ আনন্দের ‘ব্যাং ব্যাং’ ছবির কাজ শুরু হবে ফেব্রুয়ারি মাসের শেষে। এই ছবিতে ক্যাটরিনার বিপরীতে অভিনয় করবেন হূতিক রোশন।
রণবীরের প্রতি ক্যাটরিনার দুর্বলতা যে একতরফা নয়, তারও প্রমাণ মিলেছে।কিছুদিন আগে যশ রাজ ফিল্ম স্টুডিওতে একটি পুরস্কার অনুষ্ঠানে মঞ্চ পরিবেশনায় অংশ নিয়েছিলেন ক্যাটরিনা। সে সময় তাঁর অপেক্ষায় স্টুডিওর বাইরে নিজের গাড়িতে বসে থাকতে দেখা গেছে রণবীরকে।
২৪ ফেব্রুয়ারী/নিউজরুম