স্পোর্টস ডেস্ক: ওয়ানডে অভিষেক হয়েছে গত বছরের নভেম্বরে; এবার টেস্ট অভিষেকও হতে চলেছে মমিনুল হকের।
আজ রোববার শ্রীলঙ্কা সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন নির্বাচকেরা। ঘোষিত টেস্ট দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন মমিনুল হক। তিন বছর পর নির্বাচকেরা দলে ফিরিয়ে এনেছেন এনামুল হক জুনিয়রকে।চলতি সপ্তাহে ডান পায়ে অস্ত্রোপচার হবে সাকিব আল হাসানের। স্বাভাবিকভাবেই দলে নেই বিশ্বের সেরা এই অলরাউন্ডার। তাঁর শূন্যতা পূরণের জন্যই রাখা হয়েছে এনামুল হক জুনিয়র ও মমিনুল হককে। বাংলাদেশ দলের প্রধান নির্বাচক আকরাম খান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘সাকিবের বদলি কাউকে বের করা কঠিন। এ জন্য দুজন খেলোয়াড়ের প্রয়োজন হয়, একজন ব্যাটসম্যান ও একজন স্পিনার।
এ পর্যন্ত ১৪টি টেস্টে অংশ নিয়েছেন এনামুল। সর্বশেষ খেলেছেন ২০০৯ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অন্যদিকে, টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা মমিনুল পাঁচটি ওয়ানডেতে অংশ নিয়েছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ৮ মার্চ। টেস্ট সিরিজ শেষে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ দল।
১৫ সদস্যের বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, শাহরিয়ার নাফীস, এনামুল হক, নাঈম ইসলাম, নাসির হোসেন, সোহাগ গাজী, আবুল হোসেন, রুবেল হোসেন, এনামুল হক জুনিয়র, জহিরুল ইসলাম, মুমিনুল হক, শাহাদাত হোসেন ও রবিউল ইসলাম।
২৪ ফেব্রুয়ারী/নিউজরুম