বাগেরহাট: বাগেরহাট প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মো. আজাদুল হককে পিটিয়েছেন যুবলীগের কয়েকজন নেতাকর্মী। রোববার সকাল সাড়ে ৯টার দিকে শহরের রেল রোডের শ্রমিকলীগ কার্যালয়ে ডেকে নিয়ে গিয়ে তাকে মারধর করেন তারা। পরে ওই সাংবাদিককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত আজাদুল হক বলেন, ‘আমি সকালে রেল রোডের একটি চায়ের দোকানে বসে পত্রিকা পড়ছিলাম। এসময় বাগেরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের যুবলীগ সভাপতি ইদ্রিস আলী দলীয় কর্মসূচি নিয়ে আলোচনা করার কথা বলে আমাকে শ্রমিকলীগ কার্যালয়ে ডেকে নিয়ে যান। আমি কার্যালয়ে ঢোকার সঙ্গে সঙ্গে কোনো কিছু বুঝে ওঠার আগেই ইদ্রিসসহ ৪/৫ জন এলোপাথারি মারপিট শুরু করেন।
তিনি জানান, মারপিটের সময় ইদ্রিস বলতে থাকেন, পত্রিকায় লেখার সময় সেখানে আমার নাম দিসনা কেনো।
তিনি আরও বলেন, ‘এসময় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সভাপতি সর্দার নাসির উদ্দিন আমাকে উদ্ধার করেন।’
এ হামলার ঘটনায় বাগেরহাট প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের শাস্তি দাবি করেন।
ফেব্রুয়ারি ২৪, ২০১৩