নাম বদলালেন পপ কিং জারমেইন

0
145
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক:নাম বদলালেন পপ কিংমাইকেল জ্যাকসনের ভাই ও মার্কিন সংগীতশিল্পী জারমেইন জ্যাকসননামের শেষে বহুল পরিচিত জ্যাকসনপদবির পরিবর্তে জ্যাকসানব্যবহারের জন্য গত বছরের নভেম্বরে লস অ্যাঞ্জেলেস আদালতে আবেদন করেছিলেন জারমেইনসম্প্রতি নাম পরিবর্তনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছেএখন থেকে তিনি জারমেইন জ্যাকসান নামেই সবার কাছে পরিচিতি পাবেন
জারমেইন এর আগে ১৯৮৯ সালে ইসলাম ধর্ম গ্রহণ করার পর অনানুষ্ঠানিকভাবে নিজের নাম রেখেছিলেন মোহাম্মদ আবদুল আজিজতবে সবাই তাঁকে জারমেইন জ্যাকসন নামেই ডাকতেনএবার আনুষ্ঠানিকভাবে নিজের নাম পরিবর্তন করে জারমেইন জ্যাকসান হয়ে গেলেন ৫৮ বছর বয়সী এই গায়ক, গিটার বাদক ও সংগীত পরিচালকসম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স
এ প্রসঙ্গে লস অ্যাঞ্জেলেস আদালতের একজন মুখপাত্র জানিয়েছেন, শৈল্পিক কিছু কারণ দেখিয়ে নাম পরিবর্তনের আবেদন করেছিলেন জারমেইনসম্প্রতি অনুষ্ঠিত শুনানির পর তাঁর নাম পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত হয়েছেঅবশ্য শুনানির দিন তিনি আদালতে হাজির ছিলেন না
এই মুহূর্তে তিন ভাই জ্যাকি, মার্লন ও টিটো জ্যাকসনের সঙ্গে ইউরোপ ট্যুরে ব্যস্ত আছেন জ্যাকসন ফাইভব্যান্ডের অন্যতম সদস্য জারমেইন

 

২৪ ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন