আরও উচ্চতায় নিয়ে যেতে চান জোকোভিচের

0
167
Print Friendly, PDF & Email

 

স্পোর্টস ডেস্ক:টানা তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতে টেনিস-জগতে নিজেকে অপ্রতিরোধ্য হিসেবে প্রতিষ্ঠা করেছেন নোভাক জোকোভিচএখন নিজেকে আরও উচ্চতায় নিয়ে যেতে চান এই সার্বিয়ান টেনিস তারকাআগামীকাল সোমবার থেকে শুরু হতে যাওয়া দুবাই ওপেন শিরোপাটা জিততে পারলে অনেক দিনের জন্য টেনিস র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটা নিজের দখলে রাখতে পারবেন জোকোভিচসে লক্ষ্যে জোকোভিচকে অবশ্য পেরোতে হবে রজার ফেদেরার নামক এক দুরূহ বাধাএই বাধা পেরোনোটাকেই এখন লক্ষ্য হিসেবে স্থির করেছেন টেনিসের এক নম্বর তারকা
২০০৩ সালের পর থেকে দুবাই ওপেনে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন রজার ফেদেরারএখন পর্যন্ত জিতেছেন পাঁচটি দুবাই ওপেনের শিরোপাতবে ফেদেরারের এই একচ্ছত্র আধিপত্য ভাঙার প্রধান প্রচেষ্টাটা এসেছে জোকোভিচের দিক থেকে২০০৯ থেকে ২০১১ পর্যন্ত টানা তিনটি শিরোপা জিতে ফেদেরারকে ম্লান করে দিয়েছিলেন জোকোভিচতবে গত বছর আবার নিজের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করতে পেরেছিলেন ফেদেরারএবারও এই সুইস তারকাকেই বিবেচনা করা হচ্ছে জোকোভিচের প্রধানতম প্রতিদ্বন্দ্বী হিসেবেসেই সঙ্গে এবারের দুবাই ওপেনে রাফায়েল নাদাল আর অ্যান্ডি মারের অনুপস্থিতির ফলে শিরোপা জয়ের মূল লড়াইটা যে জোকোভিচ আর ফেদেরারের মধ্যেই হবেতা সহজেই অনুমান করা যায়
এই মুহূর্তে টেনিস র্যাঙ্কিংয়ে নিজের শীর্ষস্থানটা বেশ ভালোমতোই ধরে রেখেছেন নোভাক জোকোভিচ১২,৯৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন এই সার্বিয়ান তারকাদ্বিতীয় স্থানে থাকা রজার ফেদেরারের সঙ্গে তাঁর পয়েন্ট ব্যবধান প্রায় ৩০০০এখন দুবাই ওপেনের শিরোপাটা জিততে পারলে নিজেকে আরও উঁচুতে নিয়ে যেতে পারবেন জোকোভিচশীর্ষস্থানটা নিশ্চিত করতে পারবেন আরও বেশ কিছুদিনের জন্যঅন্যদিকে দুবাই ওপেন শিরোপা জিতে হারানো শীর্ষস্থানটা পুনরুদ্ধারের সুবর্ণ সুযোগ পাবেন রজার ফেদেরারএখন শেষ হাসিটা কে হাসতে পারবেন, সেটা দেখার বিষয়রয়টার্স

 

২৪ ফেব্রুয়ারী/নিউজরুম

 

 

 

শেয়ার করুন