কুষ্টিয়া: বর্তমান সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের দল হিসেবে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল আলম হানিফ।
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের জন্য আইনমন্ত্রী এরই মধ্যে পদক্ষেপ নিয়েছেন বলেও জানান তিনি।
রোববার বেলা ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ হল রুমে কৃষক সমাবেশে যোগদানের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে হানিফ এ কথা জানান।
শুক্রবার মসজিদে অগ্নিসংযোগ, জাতীয় পতাকার অবমাননা ও সাংবাদিক নির্যাতনের জন্য জামায়াত-শিবিরকে অভিযুক্ত করে তিনি বলেন, “সরকার এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে।”
হরতাল প্রসঙ্গে হানিফ বলেন, “বিএনপি-জামায়াতের উস্কানিতে নামসর্বস্ব ১২ দলের ব্যানারে ডাকা রোববারের হরতাল জনতা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। জনজীবন স্বাভাবিক রয়েছে।”
আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহবুবুর রহমান প্রসঙ্গে তিনি বলেন, “মাহমুদুর রহমান পত্রিকায় কল্পকাহিনী লিখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। এ কারণে সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী যদি কোনো ব্যবস্থা নিয়ে থাকে তাহলে তা যথার্থই হবে।”
পরে সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল আমিনের সভাপতিত্বে মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এ সমাবেশে আরো বক্তব্য রাখেন- পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, খোকসা উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফর রহমান প্রমুখ।
ফেব্রুয়ারি ২৪, ২০১৩