কুমিল্লা: অপহরণের ২ দিন পর কুমিল্লা সদরের পাচথুঁবী ইউনিয়নের জলাশয় থেকে রোববার আলামীনের (৯) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আলামীন একই ইউনিয়নের ফয়েজ আহমেদের ছেলে।
রোববার বিকেল ৩টায় ওই ইউনিয়নের সালদর সংলগ্ন সানারচর এলাকার একটি জলাশয় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, আলামীন ২২ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তাকে খোজাঁখুজি করে না পেয়ে কোতয়ালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।
রোববার বেলা সাড়ে ১২টায় আলামীনের লাশ জলাশয়ে ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) সামসুজ্জামান মোবাইল ফোনে বিকেল সোয়া ৩টায় জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আলামীনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
ফেব্রুয়ারি ২৪, ২০১৩