শিক্ষা ডেস্ক: ফেব্রুয়ারির গান
প্রিয় শিক্ষার্থী। বাংলা বিষয়ের ওপর আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। আলোচ্যসূচিতে আজ রয়েছে কবিতা ‘ফেব্রুয়ারির গান’।
প্রশ্ন: প্রদত্ত যুক্ত বর্ণগুলো দিয়ে শব্দ গঠন করো ও গঠিত শব্দ প্রয়োগ করে বাক্য তৈরি করো:
গ্ধ, স্ব, দ্দ, ধ্ব, ষ্ম, ন্দ, ক্ত, স্ম
উত্তর:
প্রদত্ত যুক্তবর্ণ শব্দ বাক্যে প্রয়োগ
গ্ধ— মুগ্ধ— লালন সাঁই ও হাসন রাজার গান আমাদের মুগ্ধ
করে।
স্ব— স্বর্ণ— মেঠোপথের দুই পাশের স্বর্ণলতা যেন রাস্তা
আলো করে রেখেছে।
দ্দ— সমুদ্দুর— সাতসমুদ্দুর তেরো নদীর পাড়ে ছিল
রূপকথার এক দেশ।
ধ্ব— ধ্বনিম— মিছিলের স্লোগানগুলো ধ্বনি-প্রতিধ্বনি তুলে চারিদিক মুখরিত করে তুলেছে।
ষ্ম— গ্রীষ্ম— গ্রীষ্ম ঋতুতে অনেক গরম পড়ে।
ন্দ— ছন্দ— ফুলের সাথে ছন্দ-সুরে প্রজাপতিও নাচে।
ক্ত— রক্ত— ভাষা শহীদরা বুকের রক্ত দিয়ে মাতৃভাষার
মান রেখেছে।
স্ম— স্মরণীয়— একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে
একটি স্মরণীয় দিন।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:n
প্রশ্ন: কোন কোন পাখির গান আছে?
উত্তর: দোয়েল কোয়েল ময়না কোকিল সবারই গান আছে।
প্রশ্ন: সবার প্রাণ মুগ্ধ কেন?
উত্তর: পাখির গানে পাখির সুরে সবার প্রাণ মুগ্ধ।
প্রশ্ন: কে কোথায় সুরের বাহার ছড়ায়?
উত্তর: পাহাড় ঝরনা-প্রকৃতিতে তার সুরের বাহার ছড়ায়।
প্রশ্ন: ছন্দ সুরে ফুলের সঙ্গে কার কথা হয়?
উত্তর: ছন্দ সুরে ফুলের সঙ্গে প্রজাপতির কথা হয়।
প্রশ্ন: কবি বাংলাকে কেমন ভাষা বলেছেন?
উত্তর: কবি বাংলাকে তার মায়ের ভাষা বলেছেন।
প্রশ্ন: ফেব্রুয়ারির গান কিসে লেখা?
উত্তর: ফেব্রুয়ারির গান আমার ভাইয়ের রক্তে লেখা।
প্রশ্ন: ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।’—গানটির রচয়িতা কে?
উত্তর: ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।’—গানটির রচয়িতা আবদুল গাফফার চৌধুরী।
২৪ ফেব্রুয়ারী/নিউজরুম