একটি লাইন লেখায় মামলা

0
168
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক: ২০১১ সালে লিন্ডসে লোহানকে কটাক্ষ করে মার্কিন র্যাপসংগীত শিল্পী পিটবুল তাঁর গিভ মি এভরিথিংগানের একটি লাইন লেখায় মামলা দায়ের করেছিলেন লিন্ডসেসম্প্রতি সেই মামলায় পিটবুলের পক্ষেই রায় দিয়েছেন আদালত
মাদকাসক্তি আর বুনো জীবন-যাপনের কারণে ২০০৭ সাল থেকে মামলায় জড়িয়ে দুর্বিষহ হয়ে উঠেছিল লিন্ডসের জীবনসাজা হিসেবে কয়েকবার জেলের ঘানিও টানতে হয়েছে তাঁকেএসব কারণে হলিউডের প্রবলেম সেলিব্রেটি তকমা পান এই মিন গার্লসতারকা
লিন্ডসের ব্যক্তিগত জীবনের এমন করুণ পরিণতিকে উপহাস করে পিটবুল তাঁর গানের একটি লাইনে লিখেছিলেন, ‘লিন্ডসে লোহানের মতো আমিও বন্দী হবব্যস, এতেই পিটবুলের ওপর ভীষণ চটে যান লিন্ডসে এবং মামলা ঠুকে দেনমামলার অভিযোগে লিন্ডসে দাবি করেন, গানের লাইনে তাঁর নাম ব্যবহারের কোনো অধিকার পিটবুলের নেইএক খবরে এমনটিই জানিয়েছে টিএমজি
সম্প্রতি সেই মামলায় পিটবুলের পক্ষেই রায় দিয়েছেন নিউইয়র্ক ফেডারেল জাজমামলার রায়ে বলা হয়েছে, পিটবুলের গানটি একটি শিল্পকর্মশিল্পের প্রয়োজনে তিনি গানের ওই লাইনটি লিখেছেনআইনগতভাবে এতে কোনো বাধা নেই

 

২৪ ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন