বিনোদন ডেস্ক: ২০১১ সালে লিন্ডসে লোহানকে কটাক্ষ করে মার্কিন র্যাপসংগীত শিল্পী পিটবুল তাঁর ‘গিভ মি এভরিথিং’ গানের একটি লাইন লেখায় মামলা দায়ের করেছিলেন লিন্ডসে। সম্প্রতি সেই মামলায় পিটবুলের পক্ষেই রায় দিয়েছেন আদালত।
মাদকাসক্তি আর বুনো জীবন-যাপনের কারণে ২০০৭ সাল থেকে মামলায় জড়িয়ে দুর্বিষহ হয়ে উঠেছিল লিন্ডসের জীবন। সাজা হিসেবে কয়েকবার জেলের ঘানিও টানতে হয়েছে তাঁকে। এসব কারণে হলিউডের প্রবলেম সেলিব্রেটি তকমা পান এই ‘মিন গার্লস’ তারকা।
লিন্ডসের ব্যক্তিগত জীবনের এমন করুণ পরিণতিকে উপহাস করে পিটবুল তাঁর গানের একটি লাইনে লিখেছিলেন, ‘লিন্ডসে লোহানের মতো আমিও বন্দী হব।’ ব্যস, এতেই পিটবুলের ওপর ভীষণ চটে যান লিন্ডসে এবং মামলা ঠুকে দেন। মামলার অভিযোগে লিন্ডসে দাবি করেন, গানের লাইনে তাঁর নাম ব্যবহারের কোনো অধিকার পিটবুলের নেই। এক খবরে এমনটিই জানিয়েছে টিএমজি।
সম্প্রতি সেই মামলায় পিটবুলের পক্ষেই রায় দিয়েছেন নিউইয়র্ক ফেডারেল জাজ। মামলার রায়ে বলা হয়েছে, পিটবুলের গানটি একটি শিল্পকর্ম। শিল্পের প্রয়োজনে তিনি গানের ওই লাইনটি লিখেছেন। আইনগতভাবে এতে কোনো বাধা নেই।
২৪ ফেব্রুয়ারী/নিউজরুম