ঈশ্বরদীতে জামায়াত-শিবির অফিসে আগুন

0
261
Print Friendly, PDF & Email

ঈশ্বরদী (পাবনা): ইসলামী দলগুলোর ডাকা রোববারের হরতালে পাবনা জেলার ঈশ্বরদীর পাকশীতে জামায়াত-শিবিরের অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রোববার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।

জামায়াত এ ঘটনায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগকে দায়ী করলেও তারা অভিযোগ অস্বীকার করেছেন।

প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে পাকশী রেলওয়ে বিভাগীয় অফিস সংলগ্ন আমতলা এলাকায় জামায়াতে ইসলামী সমর্থিত শ্রমিক সংগঠন বিআরইএল (বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ) ও জামায়াত-শিবিরের অফিসে হঠাৎ আগুন ধরিয়ে দেয় কিছু লোকজন।

এ সময় আগুন ছড়িয়ে পড়ে অফিস পুড়ে ভস্মীভূত হলেও কেউ আগুন নেভাতে এগিয়ে আসেনি।

স্থানীয় জামাত-শিবির নেতারা অভিযোগ করে জানান, পাকশী আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের কর্মীরা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে পাকশী রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজিম উদ্দিন ছেন্টু জানান, বিক্ষুব্ধ স্থানীয় জনতা ওই অফিসে আগুন দিয়েছে, এর সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগের কেউ জড়িত নয়।  

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, অগ্নিসংযোগের ঘটো ঘটেছে। তবে এর সঙ্গে কারা জড়িত তা তিনি জানেন না।

ফেব্রুয়ারি ২৪, ২০১৩

শেয়ার করুন