ক্রিকেট ও ব্রায়ান লারা

0
162
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ব্রায়ান লারা জন্মগ্রহণ করেন ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগোতে, ১৯৬৯ সালের ২ মেফার্স্ট ক্লাস ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ৫০১ রান ও টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ৪০০ রানের মালিক লারা
আমার ধারণা, টি টোয়েন্টি ক্রিকেটের কারণেই খেলায় তৈরি হয়েছে বৈচিত্র্যএর মাধ্যমে দর্শক ও পৃষ্ঠপোষকদের কাছে ক্রিকেটের কদর বেড়েছে আগের থেকে অনেকখানিএখন পৃষ্ঠপোষকরা টি টোয়েন্টি ক্রিকেটের জন্য কোটি কোটি ডলার বিনিয়োগ করেনএই পৃষ্ঠপোষকরা কিন্তু টেস্ট ক্রিকেটের জন্য এত আগ্রহী নাএত জৌলুশ, এত আলোকচ্ছটার পরেও টেস্ট ক্রিকেটই এখনো সেই আগের মতোই উঁচু শিখরে অসীনআমি নিজেকে একজন টেস্ট ক্রিকেটার হিসেবে দেখতেই পছন্দ করি
আমি ছোটবেলা থেকে বেড়ে উঠেছি টেস্ট ক্রিকেটার হওয়ার ইচ্ছায়অস্ট্রেলিয়ায় যখন ওয়েস্ট ইন্ডিজ খেলতে যেত তখন আমাদের ওখানে গভীর রাত হয়ে যেতআমি রাত জেগে জেগে রেডিওতে খেলার ধারাভাষ্য শুনতামবাবা যখন দেখতে আসতেন আমি ও আমার ভাই ঘুমিয়েছি কি না, তখন আমি রেডিও লুকিয়ে নাক ডাকার ভান করতাম
টি-২০ খেলার বেশ কিছু ভালো দিক আছেএর মাধ্যমে ক্রিকেটাররা ছয় সপ্তাহে তিন কোটি ডলারা পর্যন্ত উপার্জন করতে পারেক্রিকেটের মহারথীদের একজন ভিভ রিচার্ডসতিনি ২০ বছর ক্রিকেট খেলেছেনকিন্তু তিনি কখনোই তিন কোটি ডলার উপার্জন করতে পারেননিআমি মনে করি, টেস্ট ক্রিকেট ও টি-২০ একসঙ্গে চলতে পারেআমরা খেলার সৌন্দর্য নিয়ে কথা বলতে পছন্দ করিকিন্তু এখন অনেকে আছে, যারা ক্রিকেট খেলা কী তা জানে নাযারা কখনোই ক্রিকেট খেলা দেখেনি, তাদের জন্য টি-২০ বেশ উপভোগেরযারা আগে টেস্ট ক্রিকেট দেখত, এখনো তারা টেস্ট খেলা উপভোগ করেটি-২০ নতুন ধরনের দর্শক তৈরি করেছেআমি যদি আগামীকাল সকালে উঠে দেখি টেস্ট ক্রিকেট খেলা বন্ধ হয়ে গেছে, তাহলে আমি ভীষণ কষ্ট পাব
আমার ব্যাটিং স্টাইল কখনোই নির্ভুল নয়আমারও খুঁত আছেজীবনে অনেকবার আমি টের পেয়েছি আমার ব্যাটিংয়ে খুঁত আছেকিন্তু আমার বড় একটি সুবিধা আছেআমি খুব দ্রুতই আমার ভুলগুলো শুধরে নিতে পারিযে মৌসুমে ক্রিকেট খেলা থাকত না সেই মৌসুমে আমার ভুল শোধরানোর জন্য মাঠে সারাক্ষণ পড়ে থাকতামআমি ২২ গজের পিচকে বাড়ি বানিয়ে ফেলতামআমি স্পিন বলে বেশ ভালো খেলিকারণ, ত্রিনিদাদে ছোটবেলা থেকেই আমি স্পিন বল খেলতাম বেশিআমাদের ওখানে ব্রিটিশ আমলে ভারত থেকে অনেক মানুষ অভিবাসিত হয়, যার কারণে ভারতীয়দের মতো ত্রিনিদাদের লোকজন স্পিন বোলিংয়ে ভালো করেকিন্তু বারবাডোজ, জ্যামাইকার লোকজন দ্রুতগতির ফাস্ট বোলিং করতে অভ্যস্ত ছিলআমি ওখানেও মানিয়ে নিয়েছিলামআমার দেখা সেরা ফাস্ট বোলার ছিল ওয়াসিম আকরাম আর স্পিনে শেন ওয়ার্নমুরালিও বেশ ভালো বোলিং করেআমাকে শেন ওয়ার্ন ও মুরালির মধ্যে একজনকে বেছে নিতে বললে আমি ওয়ার্নকেই বেছে নেবমুরালির থেকে ওয়ার্নি বেশ স্থিরভাবে বোলিং করতফাস্ট বোলার হিসেবে ওয়াসিম আকরাম ছিল দুর্ধর্ষআমার ১৯৯২ সালের কথা মনে আছেপাকিস্তানের সঙ্গে আমাদের খেলার কিছুদিন আগে আমাকে জানানো হয় আমি ওপেনিংয়ে ব্যাটিং করবকিন্তু আমি তো সচরাচর ওপেনিংয়ে ব্যাটিং করি নাআমাকে কেউ কিছুই জানায়নিআমি বেশ চিন্তিত ছিলামবল নিয়ে সুইং করতে পারাটা যে কত খানি ভয়ংকর হতে পারে তা আকরাম জানতগর্ডন গ্রিনিজ আমাকে ফাস্ট বোলার মোকাবিলার পরামর্শ দিয়েছিলেনআকরামের মতো ফাস্ট বোলারকে মোকাবিলা করার জন্য বোলিং প্রান্তে দাঁড়িয়ে থাকাটাই নিরাপদসে জন্য আমি প্রথম বলেই এক রান
নিয়ে বোলিং প্রান্তে চলে যাইকিন্তু ছক পাল্টে যায়, যখন গর্ডন গ্রিনিজ নিজেই এক রান নিয়ে আমাকে পুনরায় ব্যাটিংয়ে পাঠানসেই ওভার যে কীভাবে শেষ হয়েছিল আমার মনে নেইআমি ওভার শেষে গর্ডনকে ধরলাম, কেন আমাকে সে বিপদে ফেললগর্ডনের নীরস উত্তর ছিল, ‘আমি যা বলি সেটা আমাকে শুনতেই হবে, এমন কোনো কারণ কি আছে?’ আমি প্রত্যুত্তরে বলেছিলাম, ‘বেঁচে ফিরতে পারলে আমি আর জীবনেও ওপেনিং করব না
আমার আরেকটি ঘটনা সব সময় মনে পড়েক্রিকেটার ম্যালকম মার্শাল ক্রিকেটের অন্যতম সেরাদের একজন১৯৯১ সালে স্থানীয় এক ক্রিকেট ম্যাচে তাঁর সঙ্গে আমার দেখা হয়েছিলআমি বোধ হয় সেদিন আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলামতিনি যখন বোলিং করতে আসেন, আমি তাঁর বলে একটি ছক্কা হাঁকাইম্যালকম শুধু আমার দিকে তাকিয়েছিলেনতাঁর মুখে আমি স্পষ্ট লেখা দেখেছিলাম, আমার শেষ তিনি দেখেই ছাড়বেনবছর খানেক পরে তাঁর সঙ্গে আমার আবার দেখা হয় এক ক্রিকেট ম্যাচেসে ম্যাচে তিনি আমাকে আমার শেষ একটু হলেও দেখিয়ে ছেড়েছিলেনভাগ্যিস আমি হেলমেট পরেছিলামনইলে তাঁর বল কখন আমার মাথা ছাতু করে দিয়ে চলে যেতদ্বিতীয় সুযোগের প্রতীক্ষায় আমি কখনোই বসে থাকি নাতার ওপর, আমাদের জীবন কোনো নাট্যমঞ্চ নয় যে এখানে মহড়ার সুযোগ আছেআমাকেই আমার জীবন নিয়ে বাঁচতে হবে
আমাদের ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে সেই আগের মতো ধার নেইআমার মতে, এই সমস্যার মূল কারণ হলো আমাদের ক্রিকেট প্রশাসনআমাদের ক্রিকেটারদের প্রশাসন তেমন সুযোগ-সুবিধা দিতে চায় নাইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারতের তুলনায় আমাদের ক্রিকেটাররা বঞ্চিত১৯৯৬ সালে যখন শিবনারায়ণ চন্দরপল ক্রিকেট জগতে পা রাখে, তখন তার আর রিকি পন্টিংয়ের মধ্যে তেমন পার্থক্য ছিল নাদুজনেই ভালো ক্রিকেটারকিন্তু শিব পন্টিংয়ের মতো উন্নত সুযোগের অভাবে সেরা ক্রিকেটারদের দলে নাম লেখাতে পারেনিআমার মতে, ওয়েস্ট ইন্ডিজেই বিশ্বের সবচেয়ে মেধাবী ক্রিকেটাররা খেলেকিন্তু অন্য দেশ যেখানে সাধারণ ক্রিকেটারদের সেরা ক্রিকেটার হিসেবে গড়ে তোলে, আমরা সেখানে সেরা ক্রিকেটারদের সাধারণ মানে নামিয়ে দিই
১৯৮৯ সালে আমি যখন ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে ক্রিকেট খেলা শুরু করি, তখন আমি ছিলাম ১৯ বছরের তরুণআমি আমার চোখে নায়ক ক্রিকেটার ভিভ রিচার্ডস, গ্রিনিজদের সঙ্গে খেলার সুযোগে ছিলাম অভিভূতআমি চিন্তা করেছিলাম, তাঁরা আমার কাঁধে হাত রেখে উসাহ দেবেনকিন্তু বাস্তবে আমি তাঁদের কাছ থেকে তেমন সাড়া পাইনিকারণ, এই ক্রিকেটাররা তখন ক্যারিয়ারের একেবারে শেষ পর্বে ছিলেননিজেরা অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে পড়ছিলেন
আমাকে সবাই আমার সেরা ইনিংসটির কথা জিজ্ঞেস করেআমার সেরা ইনিংসটি খেলেছিলাম জ্যামাইকার কিংস্টনেসেবার ওয়েস্ট ইন্ডিজের দলের অবস্থা তেমন সুবিধার ছিল নাআমরা দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হয়েছিলামঅস্ট্রেলিয়ার সঙ্গে আমরা ২-২-এ টেস্ট সিরিজ ড্র করিআমি একটি দ্বিশতক ও তিনটি শতকের মাধ্যমে ৫৪৬ রান করেছিলাম সেবারকিংস্টনে আমি ২১৩ রান করেছিলামআমার সব সময়ের চেষ্টা ছিল ধারাবাহিকভাবে খেলে যাওয়াআমি সব সময়ই চেষ্টা করতাম আমার দল যেন আমার ওপর ভরসা রাখতে পারেআমি সবকিছুতে আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যাইআমিও মাঝে মাঝে ভীষণ বড় আকারের ভুল করে থাকিকিন্তু ভুলগুলোকে অবহেলা করা চলবে নাআমি সেই ভুল থেকে শিক্ষা নিই
৭ নভেম্বর ২০১১ সালে

 

২৪ ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন