ব্যবসা ও অর্থনীতিডেস্ক: হরতালে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে এগিয়ে চলেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। বেলা ১২টার সময় এই প্রতিবেদন লেখার সময় ডিএসই সাধারণ ও ডিএসই ৩০—উভয় সূচকই ছিল নিম্নমুখী।
ডিএসই ওয়েবসাইটসূত্রে জানা যায়, বেলা ১২টার সময় ডিএসই সাধারণ সূচক ৬১.১৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছিল ৪১৯৩ পয়েন্ট। এসময় ডিএসই৩০ মূল্যসূচক ২৩.৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছিল ১৪৭৮ পয়েন্টে। এসময় লেনদেনের মন্থরগতি বিরাজ করছিল। লেনদেন হয়েছিল ৮৯ কোটি টাকার।
এদিকে আজ ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামই কমেছে। লেনদেন শুরু হওয়ার পর থেকে বেলা ১২টা পর্যন্ত মোট লেনদেন হওয়া ২০৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩১টির, কমেছে ১৫৪টির। অপরিবর্তিত ছিল ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এসময় লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো ইউনাইটেড এয়ারওয়েজ, সামিট পূর্বাঞ্চল পাওয়ার, খুলনা পাওয়ার, সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, অ্যাগ্রো ডেনিম, এনভয় টেক্স, বেক্সিমকো, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, বাংলাদেশ সাবমেরিন কোম্পানি লিমিটেড এবং গ্রামীণফোন।
২৪ ফেব্রুয়ারী/নিউজরুম