শিক্ষা ডেস্ক:ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় টানা ৩৮ দিন বন্ধ থাকার পর ২৮ ফেব্রুয়ারি খুলবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। ২৮ ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নজিবুর রহমান।
এ বিষয়ে উপাচার্য মো. রফিকুল প্রথম আলো ডটকমকে বলেন, হল সংস্কারের কাজ শেষ হয়েছে এবং সুষ্ঠু পরিবেশ থাকায় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় খোলার পর যেকোনো ধরনের সংঘাত এড়িয়ে চলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত রাখতে সব মহলের প্রতি আহ্বান জানান তিনি।
গত ১৯ জানুয়ারি ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির সময় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার রাব্বী (১০) নামের এক শিশু নিহত হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। শিশু মারা যাওয়ার ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সেসময় ছয়টি হলে ভাঙচুর ও তিনটিতে অগ্নিসংযোগ করে।
২৪ ফেব্রুয়ারী/নিউজরুম