স্পোর্টস ডেস্ক:চ্যাম্পিয়নস লিগে এসি মিলানের কাছে ২-০ গোলে হারের পর লা লিগায় আবার জয়ের ধারায় ফিরেছে বার্সেলোনা। সেভিয়ার বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় পেয়েছে কাতালানরা। অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও ডেপোর্টিভোকে হারিয়েছে এই ২-১ গোলের ব্যবধানে।
নিজেদের মাঠে গতকাল সেভিয়ার বিপক্ষে প্রথমার্ধেই ১-০ গোলে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। ৪২ মিনিটের মাথায় সেভিয়াকে এগিয়ে দেন ডিফেন্ডার আলবার্তো বোটিয়া। দ্বিতীয়ার্ধে জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নামেন টিটো ভিলানোভার শিষ্যরা। খেলায় সমতা ফেরাতেও খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি কাতালানদের।৫২ মিনিটে সমতাসূচক গোলটি আসে ডেভিড ভিয়ার পা থেকে। আর ৬০ মিনিটে দলের পক্ষে জয়সূচক গোলটি করেন লিওনেল মেসি।
অপরদিকে ডিপোর্টিভোর বিপক্ষে গতকালের ম্যচে বার্সেলোনার মতো শুরুতেই পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদও। প্রথমার্ধের ৩৫ মিনিটে ডিপোর্টিভো এগিয়ে যায় স্ট্রাইকার রিকির গোলে। দ্বিতীয়ার্ধেও বেশ কিছুক্ষণ এই ১-০ গোলের ব্যবধানে পিছিয়ে থাকতে হয়েছে মরিনহোর শিষ্যদের। ৭৩ মিনিটে সমতাসূচক একটি গোল করে রিয়াল মাদ্রিদশিবিরে স্বস্তি এনে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাকা। খেলার প্রায় শেষপর্যায়ে, ৮৮ মিনিটে রোনালদোর পাস থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে ঘামঝরানো জয় এনে দেন গঞ্জালো হিগুয়েইন।— রয়টার্স
২৪ ফেব্রুয়ারী/নিউজরুম