ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮০ কিলোমিটার যানজট

0
223
Print Friendly, PDF & Email

মিরসরাই: ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৮০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শনিবার মধ্যরাতে চট্টগ্রামের বড়দারোগার হাট থেকে ফেনীর মহিপাল পর্যন্ত যানজট তীব্র আকার ধারণ করে। তবে যানজটের সঠিক কারণ জানা যায়নি।
মিরসরাই থানা পুলিশের সেকেন্ড অফিসার আনোয়ার হোসেন জানান, রাত ১০টার দিকে যানজটের সূত্রপাত হলে হাইওয়ে ও থানা পুলিশ সড়ক সচল রাখার চেষ্টা চালায়। তবে যানজট সূত্রপাতের কারণ না জানায় রাত একটা পর্যন্তও যানজট নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
যানজটে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, মিরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ প্রধানমন্ত্রীর সফর সঙ্গিরা আটকা পড়েছেন বলে জানা যায়।

ফেব্রুয়ারি ২৪, ২০১৩

শেয়ার করুন